E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আমরা বিশ্বকাপ জয়ের পঞ্চম ধাপে আছি - স্কলারি

২০১৪ জুলাই ০৫ ১৭:০৬:১২
আমরা বিশ্বকাপ জয়ের পঞ্চম ধাপে আছি - স্কলারি

স্পোর্টস ডেস্ক, ঢাকা : কলম্বিয়ার বিরুদ্ধে কোয়ার্টার ফাইন্যালের আগে ব্রাজিলের কোচ সমালোচকদের কথার শক্ত জবাব দিয়ে বলেছেন, বিশ্বকাপের ট্রফি এখন তাদের হাতের নাগালের মধ্যে। পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল ষষ্ঠবারের মতো এই কাপ জিতে নেবে বলে আত্মবিশ্বাসী লুই ফেলিপে স্কলারি।

বিশ্বকাপ কি ব্রাজিলের হাতের নাগালের মধ্যে? হ্যাঁ। বিশ্বকাপ জেতার জন্য সাতটি ধাপ পেরুতে হয়। আমরা এখন পঞ্চম ধাপে আছি। উল্লেখ্য গ্রুপ পর্যায়ে ব্রাজিল তাদের তিনটি ম্যাচের মধ্যে দুইটিতে জিতেছিল ক্রোয়েশিয়া এবং ক্যামেরুনের বিরুদ্ধে।

কিন্তু মেক্সিকোর বিরুদ্ধে খেলায় তারা ড্র করে। ব্রাজিল শেষ আটে পৌঁছেছে চিলির বিরুদ্ধে খেলায় পেনাল্টি শুট-আউটে জিতে। স্বাগতিক দেশ হিসেবে বিশ্বকাপ জেতার জন্য ব্রাজিলের টিম প্রচণ্ড চাপের মুখে আছে এই ফুটবল পাগল দেশের মানুষের কাছ থেকে। চিলির বিরুদ্ধে খেলায় জেতার পর দলের কয়েকজন খেলোয়াড়কে সেদিন কান্নায় ভেঙে পড়েছিলেন।

ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে জুলিও সেজার রীতিমতো ফোঁপাচ্ছিলেন। ব্রাজিলের খেলোয়াড়দের আবেগ এবং মানসিক অবস্থা নিয়ে তীব্র বিতর্কও শুরু হয়েছে। ১৯৭০ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক কার্লোস আলবার্তো মন্তব্য করেন যে, এই কান্না তাদের ট্রফি না জেতা পর্যন্ত আটকে রাখা উচিৎ ছিল।

প্রত্যাশার তীব্র চাপ এবং আবেগ সামলাতে ব্রাজিলের খেলোয়াড়দের এখন স্পোর্টস সাইকোলজিষ্টের সাহায্য নিতে হচ্ছে। তবে দলের স্ট্রাইকার নেইমার বলেছেন, স্পোর্টস সাইকোলজিষ্টের পরামর্শ ভালোই কাজে দিচ্ছে।

সবাই এখন মানসিকভাবে ভালো আছে, কারও কোনো সমস্যা নেই, বলেছেন নেইমার। আজকের কোয়ার্টার ফাইন্যালে প্রতিপক্ষ কলম্বিয়া অবশ্য এরকম কোনো চাপে নেই। এই প্রথম তারা বিশ্বকাপের কোয়ার্টার ফাইন্যালে পৌঁছেছে।

কলম্বিয়ার কোচ হোসে পেকারম্যান বলেন, ব্রাজিল এখনো পর্যন্ত তাদের টপ ফর্মের খেলা দেখাতে পারেনি। খুব সম্ভাবনাময় একটা দলও তাদের সেরা খেলা দেখাতে পারে না যদি না তারা তাদের প্রত্যাশিত ফল না পায়, বলেছেন পেকারম্যান।

(ওএস/পি/জুলাই ০৫,২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test