E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চরম ব্যাটিং বিপর্যয়ে বিশ্ব একাদশ, ১ রান করে সাজঘরে তামিম

২০১৪ জুলাই ০৫ ১৭:৩৬:৪৮
চরম ব্যাটিং বিপর্যয়ে বিশ্ব একাদশ, ১ রান করে সাজঘরে তামিম

স্পোর্টস ডেস্ক, ঢাকা : অবশিষ্ট বিশ্ব একাদশের শুরুটা ভালো হলেও চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে দলটি লর্ডসে মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি) একাদশের বিপক্ষে টস জিতে ব্যাট নেয়া। তাদের সংগ্রহ ২৭ ওভারে ৫ উইকেটে ১৪৬ রান। এমসিসি একাদশের হয়ে সাইদ আজমল একাই নেন ৪ উইকেট।

এর আগে শুরুটা দারুন করে শেন ওয়ার্নের বিশ্ব একাদশ। ৬.৪ ওভারে বিশ্ব একাদশের সংগ্রহ দাঁড়ায় বিনা উইকেটে ৫৪ রান। দলীয় ৫৪ রানেই প্রথম উইকেট হারায় বিশ্ব একাদশ। ওপেনার শেওয়াগের (২২) উইকেটটি তুলে নেন ব্রেট লি। এর পরের ১৪ (৫৪-৬৮) রান তুলতে তারা হারায় ৪ উইকেট। ৪ টি উইকেটই নেন আজমল। বাংলাদেশ থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে খেলতে যাওয়া তামিমের লর্ডস স্মৃতিটা সুখের হলো না। ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নামা তামিম মাত্র ১ রান করেই আজমলের ঘূর্নিতে এলবিডব্লু হন।

ক্রিকেটের মক্কা লর্ডসের ২০০ বছর পূর্তির উদযাপন উপলক্ষে ৫০ ওভারের ম্যাচ আয়োজন করা হয়। ম্যাচটি শুরু হয় শনিবার বাংলাদেশ সময় ৩টা ৪৫ মিনিটে।

ভারতের শচিন টেন্ডুলকারের নেতৃত্বাধীন তারকাসমৃদ্ধ এমসিসি দলের হয়ে খেলছেন লারা-আজমলরা। অপরদিকে বিশ্ব একাদশের নেতৃত্ব দিচ্ছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্ন। এই ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবালও। স্কাই স্পোটর্স ২, ইএসপিএন স্টারস্পোর্টস চ্যানেল ম্যাচটি দেখা যাচ্ছে।

প্রদর্শনী ম্যাচ হলেও নিঃসন্দেহে এই ম্যাচের উন্মাদনা ছড়াবে ক্রিকেট বিশ্বে। শুধু শচিন-ওয়ার্ন নন, দু দলেই রয়েছে বর্তমান ও সাবেক সময়ের একঝাঁক তারকা ক্রিকেটার।
এমসিসি একাদশ : শচিন টেন্ডুলকার (ভারত, অধিনায়ক), সাঈদ আজমল (পাকিস্তান), শিব নারায়ন চন্দরপল (উইন্ডিজ), রাহুল দ্রাবিড় (ভারত), অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া), উমর গুল (পাকিস্তান), ব্রায়ান লারা (উইন্ডিজ), ব্রেট লি (অস্ট্রেলিয়া), ক্রিস রিড (ইংল্যান্ড, উইকেটরক), শন টেইট (অস্ট্রেলিয়া) এবং ড্যানিয়েল ভেট্টরি (নিউজিল্যান্ড)।

অবশিষ্ট বিশ্ব একাদশ : শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া, অধিনায়ক), শহিদ আফ্রিদি (পাকিস্তান), টিনো বেস্ট (উইন্ডিজ), পল কলিংউড (ইংল্যান্ড), অ্যাডাম গিলক্রিস্ট (অস্ট্রেলিয়া, উইকেটরক), তামিম ইকবাল (বাংলাদেশ), মুত্তিয়া মুরলিধরন (শ্রীলঙ্কা), কেভিন পিটারসেন (ইংল্যান্ড), বীরেন্দর শেওয়াগ (ভারত), পিটার সিডল (অস্ট্রেলিয়া) এবং যুবরাজ সিং (ভারত)।

(ওএস/পি/জুলাই ০৫,২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test