E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফাইনালে ব্যবহার করা হবে নতুন রূপের ‘ব্রাজুকা’ বল

২০১৪ জুলাই ০৫ ১৮:০২:৩৯
ফাইনালে ব্যবহার করা হবে নতুন রূপের ‘ব্রাজুকা’ বল

স্পোর্টস ডেস্ক, ঢাকা : ইতিমধ্যেই দারুণ জনপ্রিয় ব্রাজিল বিশ্বকাপের ‘ব্রাজুকা’ বল৷ কোয়ার্টার ফাইনালের মধ্যেই একাধিক গোল দেখে ফেলেছেন দর্শকরা৷এর মধ্যেই ফাইনালের জন্য অ্যাডিডাস তাদের নতুন ব্রাজুকা বলেরও উদ্বোধন করে ফেলল শুক্রবার৷ সবুজ এবং সোনালি রং-এর এই বল দেখতেও অনেক বেশি আকর্ষনীয়৷

শুধুমাত্র ১৩ জুলাই মারাকানার ফাইনাল যুদ্ধেই এই বলের ব্যবহার হবে৷ বিশ্বকাপের জন্য ব্রাজুকা বল গত বছর ডিসেম্বরে উদ্বোধন করে ফিফা৷ অ্যাডিডাস সংস্থা নিজেদের প্রচারেও এই বলের ব্যবহার চলতি বিশ্বকাপে দারুণভাবে করেছে৷

মজার ব্যাপার হল এই বলেরও আবার ট্যুইটারে অ্যাকাউন্ট রয়েছে৷ যার ফলোয়ার সংখ্যা ইতিমধ্যেই এক লক্ষ ৩১ হাজার ছাড়িয়ে গিয়েছে৷ ফলোয়ারের মধ্যে রয়েছেন জিনেদিন জিদান, কাফু, স্যামুয়েল এল জ্যাকসন, হিউজ জ্যাকম্যানের মতো কিংবদন্তী ফুটবলার এবং অভিনয় জগতের সুপারস্টাররা৷ ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের কাছেও এই বল নিয়ে যাওয়া হয়েছিল৷

(ওএস/পি/জুলাই ০৫,২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test