E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নেদারল্যান্ডস ০(৪) : ০(৩) কোস্টারিকা

সেমিফাইনালে নেদারল্যান্ডস

২০১৪ জুলাই ০৬ ০৭:১২:০৮
সেমিফাইনালে নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক : ট্রাইব্রেকারে কোস্টারিকাকে ৪-৩ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে নেদারল্যান্ডস। বিদায় নিয়েছে চলতি বিশ্বকাপের সাড়া জাগানো দল কোস্টারিকা। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা গোলশূন্য থাকায় খেলাটির নিষ্পত্তি হয় ট্রাইব্রেকার।

আগামী ৯ জুলাই সেমিফাইনালে নেদারল্যান্ডস মুখোমুখি হবে আর্জেন্টিনার।

বাংলাদেশ সময় রোববার দিনগত রাত ২টায় ব্রাজিলের সেলভাদরে কোয়ার্টার ফাইনাল ম্যাচে গতবারের রানার্স আপ নেদারল্যান্ডসের মুখোমুখি হয় চলতি বিশ্বকাপের সাড়া জাগানো দল কোস্টারিকা।

খেলার শুরু থেকেই ডাচদের প্রাধান্য ছিল। তবে কোস্টারিকা পাল্টা আক্রমন চালিয়েছে নেদারল্যান্ডস শিবিরে। নেদারল্যান্ডসের বেশ কয়েকটি আক্রমণ প্রতিহত করেন কোস্টারিকার গোলরক্ষক নাভাস। এর মধ্যে খেলার ২১ মিনিটে ভ্যান পার্সির নেয়া শট এবং ৩৯ মিনিটে স্রেইডারের শট দক্ষতার সঙ্গে ফিরিয়ে দেন নাভাস।

প্রথমার্ধের ৬৫ ভাগ সময় বল নিজেদের দখলে রাখলেও গোলের দেখা পায়নি নেদারল্যান্ডস।

দ্বিতীয়ার্ধের শুরুতে কোস্টারিকা কিছুটা প্রাধান্য বিস্তার করলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয় নেদারল্যান্ডস। তবে ভাগ্যের সহায়তা না পাওয়া নির্ধারিত ৯০ মিনিটে গোলের দেখা পায়নি ডাচরা। নেদারল্যান্ডসে খেলোয়াড়দের নেয়া দুটি শট গোলপোস্টে লেগে ফেরত আসে।

নির্ধারত সময় গোলশূন্য থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ১০৬ মিনিটে গোলের একটি সহজ সুযোগ হাতছাড়া হয় কোস্টারিকার। ডি বক্স থেকে উরেনার শট ঠেকিয়ে দেন ডাচ গোলরক্ষ ইয়াসপার সিলেসেন। ১১৯ মিনিটে স্নেইডারের নেয়া একটি শট কোস্টারিকার গোলরক্ষক নাভাসকে পরাস্ত করলেও ক্রসবারে লেগে বাইরে চলে যায়। অতিরিক্ত সময়েও গোলশূন্যভাবে অমীমাংশিত রয়ে যায় খেলাটি।

খেলা টাইব্রেকারে গড়ানো প্রায় নিশ্চিত হয়ে যাওয়ার পর শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে নিয়মিত গোলরক্ষক সিলেসেনের বদলে দীর্ঘদেহি টিম ক্রুলকে নামান ডাচ কোচ লুইস ফন গাল। বদলি গোলরক্ষক তাকে মাঠে নামানো স্বার্থকতা প্রমাণ করে কোস্টারিকার খেলোয়াড়দের নেয়া দুটি পেনাল্টি-শট ঠেকিয়ে দেন। টাইব্রেকারে ৫-৩ গোলে জয়ের দেখা পায় নেদারল্যান্ডস।

(ওএস/এস/অ/জুলাই ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test