E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সম্মাননা পেল চার ক্রীড়া সাংবাদিক

২০১৪ জুলাই ০৬ ১৪:২৯:৫৪
সম্মাননা পেল চার ক্রীড়া সাংবাদিক

স্পোর্টস ডেস্ক, ঢাকা : বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি দেশের খ্যাতিমান চারজন ক্রীড়া লেখক ও সাংবাদিককে সম্মাননা প্রদান করেছে, প্রতি বছরের মতো এ বছরও বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষ্যে। এরা হলেন- খন্দকার তারেক, রেজাউর রহমান সোহাগ, শহিদুল আজম ও সৈয়দ মাজহারুল পারভেজ।

শনিবার বিকেলে বাংলাদেশ হ্যান্ডবল স্টেডিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, এমপি।

দেশীয় স্বনামধন্য ব্র্যান্ড ওয়ালটন হাইটেকের পৃষ্ঠপোষকতায় এ সংবর্ধনা অনুষ্ঠান বিশেষ অতিথি ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান আরবি গ্রুপের এডিশনাল ডিরেক্টর ও হেড অব দ্য গেমস এন্ড স্পোর্টস এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নবনিযুক্ত সভাপতি ও বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির অনারারী সদস্য পরিকল্পনামন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল এমপিকে এই অনুষ্ঠানে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্রীড়া লেখক সমিতির সভাপতি মো: হাসান উল্লাহ খান রানা।

জাতীয় ক্রীড়া পরিষদের সচিব শিবনাথ রায়, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন, জাতীয় ক্রিকেট দলের নির্বাচক ফারুক আহমেদ, হাবিবুল বাশার সুমন, বাফুফের ভাইস প্রেসিডেন্ট বাদল রায়, বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান মো: জালাল ইউনুস, সাবেক তারকা খেলোয়াড়সহ বিভিন্ন ক্লাব ও ফেডারেশনের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

(ওএস/পি/জুলাই ০৬,২০১৪)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test