E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধারাবাহিক ভাবে হারছে বার্সেলোনা

২০১৪ এপ্রিল ১৩ ১২:৩৫:৫০
ধারাবাহিক ভাবে হারছে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক, ঢাকা : হল টা কী বার্সেলোনার? চ্যাম্পিয়ন্স লিগে হারের পরে যেন হারিয়ে গিয়েছেন নিওনেল মেসিরা । শনিবার জিততে পারলে লা লিগায় শীর্ষে উঠার সুযোগ ছিল বার্সার । কিন্তু জয় তো দূরের কথা , সিউদাদ দি মার্সিয়ার বিরুদ্ধে অপ্রত্যাশিতভাবে হেরে গেলেন মেসিরা । এর ফলে এখনও লা লিগার শীর্ষে রয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। ম্যাচ শেষে তাই আফশোস করছিলেন ইনিয়েস্তা। তাঁর কথায়, ‘ কখনও কখনও এমন ঘটে । অনেক সহজ প্রতিপক্ষের বিরুদ্ধেও হারতে হয়। এদিন আমাদের কোনও কিছুই ঠিকঠাক হয়নি । তাই হারতে হল। এই ম্যাচ হেরে আমরা সমস্যায় পড়লাম।’ ম্যাচ শেষে মাথা নিচু করে মাঠ ছাড়লেন মেসিও । হাতাশা ফুটে উঠছিল তাঁর মুখে ।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের নমুনা তুলে ধরে বার্সেলোনা ৷ কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয়নি৷ উল্টে এই আক্রমণাত্মক ফুটবলের ফায়দা নেই সিউদাদ দি মার্সিয়া ৷ ১৬ মিনিটে ইয়াসিন ব্রাহিমি গোল করে এগিয়ে দেন সিউদাদকে ৷ এরপর সমতা ফেরানোর লড়াই চালাতে থাকেন মেসিরা ৷ কিন্তু বিরতির আগে গোলের মুখ খুলতে পারেননি তারা ৷ বিরতির পরেও সেই একই চিত্র ৷ বারবার চেষ্টা করেও গোলের মুখ খুলতে পারেননি মেসিরা ৷ বারবারই মাথায় হাত দিয়েছেন কোচ জেরাদো মার্টিনো ৷ শেষ পর্যন্ত ম্যাচটি হেরেই মাঠ ছাড়ে বার্সেলোনা।

(ওএস/পি/এপ্রিল ১৩,২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test