E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ক্ষমা চাইলেন জুনিগা

২০১৪ জুলাই ০৭ ১০:২০:২৭
ক্ষমা চাইলেন জুনিগা

স্পোর্টস ডেস্ক : হুয়ান জুনিগার নামটা এত আলোচিত হওয়ার কোনো কারণ ছিল না। ব্রাজিলিয়ান তারকা নেইমারের পিঠে আঘাত করায় কলম্বিয়ার এই ফুটবলারকে নিয়ে আলোচনা এখন তুঙ্গে। ইনজুরিতে চলতি বিশ্বকাপে আর খেলা হচ্ছে না নেইমারের। যার কাঁধে চড়ে ব্রাজিলবাসীর স্বপ্ন, সেই স্বপ্ন এখন কান্নায় রূপ নিয়েছে। যার কারণে ব্রাজিলিয়ানদের চোখে কান্নায় সেই হুয়ান জুনিগাও তার জন্য ব্যথিত। ইচ্ছা করে আঘাত না করার কথা দাবি করেছেন আগেই। এবার অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ক্ষমা চাইলেন তিনি।

বিভিন্ন মহল থেকে দাবি উঠছে জুনিগার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার। বিষয়টি নিয়ে ফিফার ডিসিপ্লিনারি কমিটি চিন্তাভাবনা করছে। ব্রাজিলের সাবেক ফরোয়ার্ড ও বিশ্বকাপে স্থানীয় অন্যতম সংগঠক রোনালদো বলেন, ‘আমি মনে করি না এটা স্বাভাবিক ফুটবল খেলা। আমার বিশ্বাস এটা আক্রমণাত্মক ছিল।’ এ বিষয়টি নিয়ে আবারও আত্মপক্ষ সমর্থন করলেন জুনিগা। বলেন, ‘ব্রাজিল-কলম্বিয়া ম্যাচে নেইমারের চোট নিয়ে আমি অত্যন্ত মর্মাহত। যদিও আমি মনে করি এটি স্বাভাবিক খেলারই অংশ। আঘাত করার মতো কোনো ইচ্ছা বা দুরভিসন্ধি ছিল না। ছিল না কোনো অবহেলাও। নেইমারকে আমি সম্মান করি এবং বিশ্বের অন্যতম সেরা ফুটবলার মনে করি। আশা করছি দ্রুত সে সেরে উঠবে এবং মাঠে ফিরবে।’
(ওএস/এইচআর/জুলাই ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test