E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

২০১৫ বিশ্বকাপ খেলা হচ্ছে না আমিরের

২০১৪ এপ্রিল ১৩ ১৩:০৪:২৪
২০১৫ বিশ্বকাপ খেলা হচ্ছে না আমিরের

স্পোর্টস ডেস্ক, ঢাকা : পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ খেলা হচ্ছে না। স্পট ফিক্সিংয়ে পাঁচ বছরের নিষেধাজ্ঞাটা তার কাটবে ২০১৫ সালের আগস্টে। বিশ্বকাপ শেষ হয়ে যাবে এর আগেই। তবে দুর্নীতিবিরোধী আইনের সংশোধনী হওয়ার পর স্পট ফিক্সিংয়ের অপরাধে নিষিদ্ধ পাকিস্তানের পেসার মোহাম্মদ আমিরের শাস্তি কমে যাওয়ার সম্ভাবনা আছে। এ বছরেই ঘরোয়া ক্রিকেটে ফিরতে পারেন তিনি। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, ফিরলেও আগামী বছরের বিশ্বকাপে খেলার সম্ভাবনা নেই আমিরের।পিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা সুবহান আহমেদ জানালেন, ‘প্রথম শ্রেণীর ক্রিকেটে আমির খেলতে পারলেও আগামী বছরের বিশ্বকাপে খেলার সুযোগ পাবে না। আইসিসি শাস্তি কমিয়ে আনলেও পাঁচ বছর শেষ হওয়ার আগে ও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবে কি না এমন কোনো নির্দেশনা দেওয়া ছিল না।’

২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে স্পট ফিক্সিং করেছিলেন ২১ বছর বয়সী পেসার। ২০১১ সালে পাঁচ বছরের শাস্তি কার্যকরা হয় তার। দলের অধিনায়ক সালমান বাট ও আরেক পেসার মোহাম্মদ আসিফও একই শাস্তিভুক্ত হন। ২০১১-১২ সালে বৃটেনে জেলও খেটেছেন তিন খেলোয়াড়।


বয়স কম হওয়ায় আমিরের শাস্তি কমিয়ে আনার সুপারিশ করেছে পিসিবি। শেঠী বলেন,‘দুবাইয়ে এই সপ্তাহে হওয়া সভায় আইসিসি কমিটির কাছ থেকে জানতে পারলাম সংশোধিত দুর্নীতিবিরোধী আইনের অধীনে আমিরের শাস্তি এক বছর কমতে পারে।’

(ওএস/পি/এপ্রিল ১৩,২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test