E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিলভা চীনের প্রাচীরের মতোই ব্রাজিলের রক্ষণ সামলাচ্ছেন!

২০১৪ জুলাই ০৭ ১৭:০৭:৫৬
সিলভা চীনের প্রাচীরের মতোই ব্রাজিলের রক্ষণ সামলাচ্ছেন!

স্পোর্টস ডেস্ক, ঢাকা : ডিফেন্ডারদের গুরুত্ব কোনো অংশেই কম নয় দলে স্ট্রাইকারদের চেয়ে। স্ট্রাইকাররা গোল করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। আর ডিফেন্ডাররা প্রতিপক্ষ স্ট্রাইকারদের রুখে দিয়ে দলকে পরাজয়ের হাত থেকে রক্ষা করেন। এদিক থেকে ব্রাজিল দলে সিলভা এবং নেইমার দুই অঞ্চলের সেরা দুই তারকা। কিন্তু একজন কার্ডের খড়গে কাটা পড়ে আর আরেকজন ইনজুরিতে থাকায় সেমিফাইনালের ম্যাচে এ দুই তারকাকেই দেখতে পাবেন না সেলেকাও ভক্তরা। তবে চেলসি নাম্বার ওয়ান মরিনহো মনে করেছেন, জার্মানদের প্রতিহত করতে সেমিফাইনালের ম্যাচে নেইমারের চেয়ে থিয়াগো সিলভার দলে থাকাটাই নাকি বেশি গুরুত্বপূর্ণ ছিল।

ব্রাজিলিয়ান সেনসেশন নেইমারের কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ান ডিফেন্ডার ক্যামিলো জুনিগার হাঁটুর আঘাতে বিশ্বকাপ মিশন শেষ হয়ে গেছে। দল সেমিফাইনালে উঠলেও পুরো ব্রাজিল এখন সেরা তারকাকে হারানোর শোকে কাতর। কারণ, এই বার্সেলোনা তারকাকে আবর্তিত করেই যে এতদিন সেলেকাওদের ম্যাচগুলো পরিচালিত হয়ে আসছিল। ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ খেলতে এসে পাঁচ ম্যাচে চার গোল করে এখনো পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ গোল স্কোরারের তালিকায় রয়েছেন তিনি। তাই বার্সা তারকার পারফরম্যান্স নিয়ে কারো মনে সংশয় নেই।

চীনের প্রাচীরের মতোই ব্রাজিলের রক্ষণ সামলাচ্ছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার সিলভা। কলম্বিয়ার বিপক্ষে তার প্রথম গোলেই এগিয়ে যায় সেলেকাওরা। আর সবচেয়ে মজার কথা হলো- ১৯৯৪ সালের পর প্রথম ব্রাজিলিয়ান অধিনায়ক হিসেবে তিনিই গোলের দেখা পেয়েছেন। তাই জার্মানির বিপক্ষে সেমিফাইনালের ম্যাচেও নায়ক হতে পারতেন প্যারিস সেন্ট জার্মেইর (পিএজি) এই তারকা। কিন্তু ম্যাচের প্রায় শেষ মুহূর্তে কলম্বিয়ান গোলরক্ষকের সঙ্গে তার একটি খামখেয়ালিই স্বাগতিকদের সব আনন্দ মাটি করে দিয়েছে। কারণ, ওই ম্যাচ নিয়ে টানা দুই ম্যাচে হলুদ কার্ডের শিকার হওয়ায় সেমিফাইনালে নিশ্চিত খেলতে পারছেন না ২৯ বছর বয়সী এই তারকা।

ব্রাজিল দলের সেরা দুই তারকার দলে অনপুস্থিতি নিয়ে মরিনহো দৈনিক মার্কার সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, 'নেইমারকে ব্রাজিলের খুব দরকার। কারণ, সে দলে ওয়ান টু ওয়ান পরিস্থিতিতে, প্রতিপক্ষের ভারসাম্য নষ্ট করতে এবং গোল করতেও সমানভাবে পারদর্শী। তবে আমি বলতে চাই, সম্ভবত এই মুহূর্তে নেইমারের চেয়েও থিয়াগো সিলভা স্কলারির দলে বেশি গুরুত্বপূর্ণ। তার অনপুস্থিতি দলে বিশাল একটি শূন্যতা সৃষ্টি হতে পারে। কারণ, বর্তমানে ব্রাজিলের রক্ষণভাগে সিলভা বেশ বড় স্থিতিশীলতার প্রতীক।'

সিলভার অবর্তমানে ডেভিড লুইজদের সঙ্গে রক্ষণে দেয়াল গড়ে তুলতে দান্তেইকে যোগ্য বাছাই মনে করছেন মরিনহো। জার্মান বুন্দেস লিগায় তার খেলার কৌশল সেমিফাইনালের ম্যাচে সেলেকাওদের বেশ কাজে আসবে বলে মনে করছেন পর্তুগিজ কোচ। এ প্রসঙ্গে রিয়াল মাদ্রিদের সাবেক কোচ বলেছেন, 'অবশ্যই হেনরিক এবং দান্তে আগামী ম্যাচে খেলার জন্য ভালো অপশন হতে পারে। কলম্বিয়ার বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে হেনরিককে নামনো হয়েছিল। কিন্তু দান্তে জার্মানিতে খেলায় সেখানকার অনেক খেলোয়াড় সম্পর্কেই তার ভালো ধারণা রয়েছে। কারণ, জার্মানির অনেক খেলোয়াড়ই বায়ার্ন এবং বুন্দেসলিগার অনেক ক্লাবে খেলছে। সম্ভবত এ কারণেই দান্তেকেই দলে ডাকা হতে পারে।'

(ওএস/পি/জুলাই ০৭,২০১৪)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test