E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাকিবকে ৬ মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা

২০১৪ জুলাই ০৭ ১৭:২৭:৩২
সাকিবকে ৬ মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা

স্পোর্টস ডেস্ক, ঢাকা : অবশেষে বোর্ডের তরফ থেকে কঠিন শাস্তি পেলেন বার বার বিতর্কে জড়ানো সাকিব। তাকে ৬ মাসের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। শুধু তাই নয় তিনি আগামী দেড় বছরের জন্য দেশের বাইরে গিয়ে ক্রিকেট খেলার অধিকার হারিয়েছেন।

সাকিবের শাস্তি ঘোষণাকালে বিসিবি বস পাপন বলেন,আমরা সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছি।অনেকগুলো ঘটনার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত এসেছে।আগামী ৬ মাস ও কোন ধরণের ক্রিকেট অংশ নিতে পারবে না।পাশাপাশি ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বাইরে গিয়ে কোন লিগ খেলার অনুমতি পাবে না সে।


সাকিবকে সাবধান করে বোর্ড সভাপতি আরোও বলেন,ভবিষ্যতে একই ধরণের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে আমরা আজীবন নিষেধাজ্ঞার মতো কঠিন সিদ্ধান্তও নিবো।


সাকিব আল হাসান দিন দিন যেন বিতর্ক শব্দটাকে তার সঙ্গীই বানিয়ে ফেলছেন।২০১০ সাল থেকে নানা সময়ে নানা অনাকাঙিক্ষত ঘটনায় নিজেকে জড়িয়েছেন এ অলরাউন্ডার।কখনও মাঠে,কখনও মাঠের বাইরে,কখনও পত্রিকায় কলাম লিখে বিতর্কিত হয়েছেন তিনি।মিডিয়ার সঙ্গে দুর্ব্যবহারের কথা না হয় বাদই থাকলো।সবশেষ বিসিবির আনুষ্ঠানিক অনুমতি না নিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ(সিপিএল) খেলার উদ্দেশ্যে দেশ ছাড়ার পর আবার নেতিবাচক খবরের শিরোনাম হয়েছেন তিনি।আর শনিবার সে ইস্যুতে নতুন মাত্রা যোগ হয়।বোর্ডের দেশে ফিরে আসার নির্দেশের প্রেক্ষিতে বাংলাদেশের হয়ে আর ক্রিকেট না খেলার হুমকি দিয়ে নতুন কোচ হাথুরুসিংহেকে মেইল করেন সাকিব।আর তার প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া আসে বিসিবি বস পাপনের তরফ থেকে।সোমবারের সভা থেকে সাকিবের বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে সেদিন জানিয়েছিলেন পাপন।

(ওএস/পি/জুলাই ০৭,২০১৪)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test