E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আশরাফুলের আজ ৩০তম জন্মদিন

২০১৪ জুলাই ০৭ ১৭:৩৩:৩৫
আশরাফুলের আজ ৩০তম জন্মদিন

স্পোর্টস ডেস্ক, ঢাকা : বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক, ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছিলেন মোহাম্মদ আশরাফুল ইতিহাস গড়ে। ২০০১ সালের ৬ সেপ্টেম্বর কলম্বোয় শ্রীলংকার বিপক্ষ সবচেয়ে কম বয়সে টেস্ট সেঞ্চুরি করে বিশ্ব ক্রিকেটে আলোড়ন সৃষ্টি করেছিলেন তিনি। এক সময় তিনিই ছিলেন বাংলাদেশ ক্রিকেটের বড় বিজ্ঞাপন। হেসেছে বাংলাদেশ, তার ব্যাট হাসলে।

ব্যাটিংয়ে ধারাবাহিকতা ধরে রাখতে না পারলেও অনেক জয়ে ছিল তার গৌরবজনক অবদান। এই তারকা ক্রিকেটারের ৩০তম জন্মদিন আজ। ১৯৮৪ সালের এই দিনে ঢাকায় জন্ম নেন আশরাফুল। তবে, জন্মদিনের আনন্দ অন্য বছরের তুলনায় এবার অনেকটাই ফিকে হয়ে এসেছে। বাংলাদেশের লাখো তরুণের ব্যাটিং আদর্শ আশরাফুল এখন ম্যাচ ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় আসরে দুটি ম্যাচে স্পট ফিক্সিংয়ে জড়ান তিনি। গত ১৮ জুন দেওয়া রায়ে তাকে আট বছরের জন্যে নিষিদ্ধ করা হয়। একই সঙ্গে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

২০০১ সালে জাতীয় দলের জার্সি গায়ে জড়ান আশরাফুল। এরপর দেশের হয়ে ৬১টি টেস্ট ও ১৭৭টি ওয়ানডে ও ২৩টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। আশরাফুল টেস্টে ৬টি শতক ও ৮টি অর্ধশতকসহ ২৭৩৭, ওয়ানডেতে ৩টি শতক ও ২০টি অর্ধশতকসহ ৩৪৬৮ এবং ২৩টি টি-টোয়েন্টিতে ২টি অর্ধশতকসহ ৪৫০ রান করেন। এ ছাড়া, টেস্টে ২১, ওয়ানডেতে ১৮ এবং টি-টোয়েন্টিতে ৮টি উইকেট নিয়েছেন আশরাফুল।

(ওএস/পি/জুলাই ০৭,২০১৪)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test