E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মডেলিংয়েও অনুমতি নিতে হবে সাকিবকে!

২০১৪ জুলাই ০৭ ১৮:৫১:৩৩
মডেলিংয়েও অনুমতি নিতে হবে সাকিবকে!

স্পোর্টস ডেস্ক : বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছয় মাসের জন্য ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেড় বছর খেলতে পারবেন না বিদেশের কোনো টুর্নামেন্টে।

সাকিবের নিষেধাজ্ঞার সংবাদটি বিনোদন জগতেও আলোড়ন তুলেছে। কারণ একাধিক বিজ্ঞাপনে কাজ করা সাকিবকে এখন থেকে নতুন কোনো বিজ্ঞাপনে কাজ করার আগে নিতে হবে বিসিবির অনুমতি। শুধু সাকিব নয়, বিসিবির চুক্তিবদ্ধ সব ক্রিকেটারের জন্যই এ নিয়ম প্রযোজ্য হবে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান সোমবার সংবাদমাধ্যমকে জানান, ‘এখন থেকে কোনো ধরনের বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ের আগে পণ্য প্রতিষ্ঠান সম্পর্কে ক্রিকেট বোর্ডকে অবহিত করতে হবে। তারপর বোর্ডের সদস্যদের অনুমতি লাগবে। সব ক্রিকেটারের ক্ষেত্রেই এটা প্রযোজ্য।’

সাকিব আল হাসান ক্রিকেটের মতো বিজ্ঞাপনচিত্রে নিজেকে অপরিহার্য করতে সক্ষম হয়েছিলেন। পণ্য প্রতিষ্ঠানগুলোও সাকিবের জনপ্রিয়তাকে তাদের পণ্যের প্রচারে ব্যবহার করেছে। খুব অল্প সময়ে সাকিব হয়ে ওঠেন মডেলিং জগতের সবচেয়ে দামি তারকায়।

দেশের বিভিন্ন টিভি চ্যানেলে চলছে এখন সাকিবের বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্র। সাকিবের ওপর আরোপ করা এ নিষেধাজ্ঞায় এসব বিজ্ঞাপনচিত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারছেন বলেও মনে করছেন অনেকেই। তবে এসব বিজ্ঞাপনের প্রচারণা কোনো বাধা নেই।

সাকিব বর্তমানে টিফিন বিস্কুন, লাইফবয়, রানার মোটর সাইকেল, বাংলালিংক, পোলার আইসক্রিম, লা রিভসব বিভিন্ন পণ্যের দূত হিসেবে কাজ করেন।

(ওএস/এটিআর/জুলাই ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test