E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধরাকে সরা জ্ঞান করছেন সাকিব!

২০১৪ জুলাই ০৭ ১৮:৫১:৩১
ধরাকে সরা জ্ঞান করছেন সাকিব!

স্পোর্টস ডেস্ক, ঢাকা : ‘সাকিব তোমায় কথা দিলাম, টেস্ট খেলবে বাংলাদেশ।’ স্লোগানটা শাহবাগ মোড়ে বসে শোনা। ক্রিকেট বিশ্বের ‘তিন মোড়ল’ যখন বাংলাদেশের টেস্ট খেলাকে হুমকির মুখে ফেলতে যাচ্ছিল, তখন প্রতিবাদ করতে রাস্তায় নেমেছিল ওই সব তরুণ। স্লোগানটা শুনতেই থমকে দাঁড়াতে হল। এরপর একের পর এক ভেসে আসতে থাকে, ‘বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ, সাকিব আল হাসান’-এমন সব স্লোগান।

বাংলাদেশের শত শত তরুণ সাকিবের ভক্ত। সাকিব আজ সাজা পেয়েছেন। ছয় মাস নিষিদ্ধ হয়েছেন সব ধরণের ক্রিকেট থেকে। ওই সব তরুণরাও কী এখন সাকিবের সাজার বিরুদ্ধে রাস্তায় নামবেন? নাকি তারাও বলবেন, ‘সাজাটা ঠিকই আছে।’ এই প্রশ্নের উত্তর জানতে আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে। তবে এটা এখনই বলে দেয়া যায় সাকিবের সাজাটা কেন জরুরি ছিল। বয়স অল্প। এই অল্প বয়সেই কোটি কোটি টাকার মালিক। ধরাকে সরা জ্ঞান। সাকিবের শেষ কয়েক মাসের আচরণে এমনটাই ফুটে উঠেছে। এমনকি দেশের হয়ে না খেলার হুমকি দিতেও কসুর করেননি তিনি। গরিব দেশের ‘বড়লোক’ ছেলে সাকিব আল হাসান। বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার। এতে কোনো সন্দেহ নেই। সাকিব হয়তো ভুলে গেছেন এই গরিব দেশে খেলার কারণেই পৃথিবী তাকে চিনেছে। তাকে গড়ে তুলতে বিসিবির কোটি কোটি টাকা খরচ হয়েছে। সাকিবের এমন আচরণ এই প্রথম নয়। একটার পর একটা করতে করতে তিনি এ পর্যায়ে এসেছেন। বিশ্বকাপ চলাকালে লেখার অযোগ্য অঙ্গভঙ্গি করেন তিনি। তার কয়েক বছর আগে বিতর্কের জেরে অধিনায়কত্ব হারান। একবার দৃষ্টিকটু কাজ বা আচরণ করলে তাকে ভুল বলা যায়। দুই বার করলে ভুলের পুনরাবৃত্তি বলা যায়।

কিন্তু তিন বার করলে তাকে অপরাধ বলতেই হয়। অপরাধের সাজা না হলে সে অপরাধ বেড়েই চলে। ছড়িয়ে পড়ে শাখা থেকে শিকড়ে। তাই অপরাধীর এবং একটি প্রতিষ্ঠানের ভবিষ্যতকে সঠিক পথে রাখতে সাজাটা বড় প্রয়োজন। সাকিব বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের, নাকি দেশের বাইরের কোটি টাকার লিগগুলোর? সাকিবকে যদি ঠাণ্ডা মাথায় উত্তর দিতে বলা হয়, তবে নিশ্চিত করে বলা যায় তিনি উত্তর দিবেন, ‘আমি বাংলাদেশের। লাল সবুজের।’ দেশের ক্রিকেট ভক্তরাও সেটা বিশ্বাস করতে চান। এবং বিশ্বাস করেন। কিন্তু তিনি কতটা সেই বিশ্বাসের মর্যাদা রাখলেন? যে কারণের জন্য তিনি আজ সাজা পেলেন, তার কতটা তিনি সঠিক করেছিলেন। না বলে দেশ ছাড়লে কী এতবড় সাজা দিতে হবে? উত্তরটা দিয়েছেন পাপন, ‘সে কোচের সঙ্গে বাজে ব্যবহার করেছে। দেশের হয়ে না খেলার কথা বলেছে। এমন কাজ পুনরায় কেউ করলে, তাকে আজীবন নিষিদ্ধ করা হবে। আরো অনেক ব্যাপার আছে। সবটাই দর্শকদের সামনে বলতে চাই না।’ সবটা দর্শকরা শুনতেও চান না। নির্দৃষ্ট সময় পর নতুন এক সাকিব বাংলাদেশের হয়ে মাঠে ফিরে আসবে-এটাই কোটি বাঙালির চাওয়া। সাকিব তুমি ফিরে এসো… ।

(ওএস/পি/জুলাই ০৭,২০১৪)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test