E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সর্বাধিক বিশ্বকাপ খেলেছেন যারা

২০১৪ জুলাই ০৭ ১৯:০২:১১
সর্বাধিক বিশ্বকাপ খেলেছেন যারা

স্পোর্টস ডেস্ক, ঢাকা : যখন জাতীয় দলে খেলার সুযোগ পায় কোনো ফুটবল খেলায়াড়, তখন থেকেই তিনি স্বপ্ন দেখেন বিশ্বকাপ খেলার। অনেক খেলোয়াড় জীবনে একবার বিশ্বকাপ খেলতে পারাকে স্বার্থক জীবন মনে করেছেন।

চার বছর পর পর আয়োজন হয় বিশ্বকাপ আসর। আর বিশ্বকাপ আসরেই বসে ফুটবলারদের মিলনমেলা। বিশ্বকাপের আসরগুলো পৃথিবীকে অনেক রেকর্ডের সাক্ষী করেছে। সেই রেকর্ডগুলোর তালিকাও করে রেখেছে ফিফা।

দলে দীর্ঘদিন নিজের অবস্থান ধরে রেখে সবচেয়ে বেশি বিশ্বকাপ আসরে খেলে রেকর্ড গড়েছেন অনেক খেলোয়াড়। ফিফার তালিকা থেকে সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলা কয়েকজন খেলোয়াড়দের সম্পর্কে তুলে ধরা হলো-

অ্যান্টনিও কার্জাবাল : মেক্সিকোর এ খেলোয়াড় ৫ বার বিশ্বকাপ টুর্নামেন্টে খেলেছেন। ১৯৫০ সাল থেকে ১৯৬৬ সাল পর্যন্ত বিশ্বকাপের ৫ আসরে ছিল তার অংশগ্রহণ।

লোথার ম্যাথিউস : জার্মানির এ খেলোয়াড়ও ৫টি বিশ্বকাপ খেলেছেন। ১৯৮২, ১৯৮৬, ১৯৯০, ১৯৯৪ ও ১৯৯৮ সালের বিশ্বকাপে তিনি অংশ নেন।

কাফু : ১৯৯৪, ১৯৯৮, ২০০২ ও ২০০৬ সালে ব্রাজিলিয়ান এ ফুটবলার দেশের হয়ে বিশ্বকাপ খেলেছেন।


জিউসেপে বারগোমি : ইতালির এ খেলোয়াড় ১৯৮২ থেকে ১৯৯৮ পর্যন্ত বিশ্বকাপের ৪টি আসরেই খেলেছেন।

পাওলো মালদিনি : ইনিও ইতালির ফুটবলার। বিশ্বকাপ খেলেছেন ১৯৯০, ১৯৯৪, ১৯৯৮ ও ২০০২ সালে।

ক্লোসা: ৩৬ বছর বয়সী জার্মান তারকা ক্লোসাও খেলছেন তার চতুর্থ বিশ্বকাপ।

(ওএস/পি/জুলাই ০৭,২০১৪)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test