E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আর্জেন্টিনার সেমিফাইনাল নিয়ে ইতিহাস

২০১৪ জুলাই ০৮ ০১:৪৯:৫৯
আর্জেন্টিনার সেমিফাইনাল নিয়ে ইতিহাস

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ইতিহাসে ২৪ বছর পর শেষ চারে আর্জেন্টিনা। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস৷ লিওনেল মেসি কি পারবেন সেমিফাইনালে নিজেকে মেলে ধরে আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে? সেমিফাইনালে আর্জেন্টিনা কি পারবে নেদারল্যান্ডকে হারাতে? এ প্রশ্ন ভক্তসব সবার মনেই জেগে ওঠে।

এসব প্রশ্নের উত্তর পেতে ছোট একটা তথ্য তুলে ধরা হচ্ছে যা আর্জেন্তিনার সমর্থকদের বিরাট স্বস্তি দেবে৷ আর ভক্তরা শুনে খুশি হবেন যে আর্জেণ্টিনা কখনো বিশ্বকাপের সেমিফাইনালে হারেনি!

এবার আপনারদের সামনে তুলে ধরছি পুরণো কিছু ইতিহাস:
ফিরে যাওয়া যাক ১৯৩০ সালের বিশ্বকাপে। প্রথম বিশ্বকাপেই সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছিলেন স্তাবিলেরা।

এরপর আসা যাক ১৯৭৮ বিশ্বকাপে৷ ওই বিশ্বকাপের ফরম্যাট অনুযায়ী কোনো ‘সেমিফাইনাল’ ছিল না। দ্বিতীয় রাউন্ডও হয়েছিল দুটো গ্রুপ ভাগ করে। দুই গ্রুপের সেরা দুই দল মুখোমুখি হয় ফাইনালে। এ অবস্থায় দ্বিতীয় রাউন্ডে নিজেদের গ্রুপের শেষ ম্যাচে পেরুর মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা৷ ফাইনালে যেতে হলে শেষ ম্যাচটি ৪ গোলের ব্যবধানে জিততে হতো মেনোত্তির আর্জেন্টিনা। সেসময় নীল সাদা দল জেতে ৬-০ গোলে।

এরপর ১৯৮৬ সালে ম্যারাডোনার বিশ্বকাপেও সেমিফাইনালে বেলজিয়ামকে উড়িয়ে দিয়েছিল আর্জেন্টিনা৷ দুটি গোল করেছিলেন ম্যারাডোনা৷ এরপর বিশ্বকাপে ইতালিকে টাইব্রেকারে হারিয়েছিল অর্জেন্টিনা৷ ২৪ বছর পরে ফের সেমিফাইনালে মেসিরা৷ ইতিহাসের পুনরাবৃত্তি হবে না অন্য হতিহাস রচিত হবে তা জানতে বুধরার গভীর রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে।

(ওএস/এস/জুলাই ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test