E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঘরের মাটিতে শিরোপা হাতছাড়া করতে চান না স্কলারি

২০১৪ জুলাই ০৮ ১১:০৪:৪২
ঘরের মাটিতে শিরোপা হাতছাড়া করতে চান না স্কলারি

স্পোর্টস ডেস্ক : একটা ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছেন লুইস ফিলিপে স্কলারি। এক যুগ আগে এশিয়ায় ব্রাজিল শিরোপা জিতেছিল তার হাত ধরেই। এবার দ্বিতীয় শিরোপা জয়ের হাতছানি। স্পেনের ভিসেন্তে দেল বস্কেরও সেই সুযোগ ছিল। তবে প্রথম রাউন্ড থেকে স্প্যানিশদের বিদায়ে তা আর সম্ভব না। ইতালির কোচ ভিট্টরি পোজ্জোর (১৯৩৪ ও ১৯৩৮) এর আগে কেবল এই রেকর্ড আছে। ৭৬ বছর পর সেই অর্জনে ভাগ বসাতে স্কলারিকে আর মাত্র দুটি ম্যাচ জিততে হবে। যার একটি আজ অনুষ্ঠিত হবে জার্মানির বিপক্ষে। সেমিফাইনালে এই বাধা উতরে যেতে পারাটাই এখন দলটির জন্য বড় চ্যালেঞ্জ। কারণ দলের রক্ষণভাগের স্তম্ভ অধিনায়ক থিয়াগো সিলভা নিষেধাজ্ঞার কারণে খেলতে পারছেন না। আর কোয়ার্টারে কলম্বিয়ার বিপক্ষে চোট পাওয়ায় বিশ্বকাপই শেষ হয়ে গেছে আক্রমণভাগের মূল তারকা নেইমারের।

এই দুজনকে বাইরে রেখেই জোয়াকিম লোর বিপক্ষে লড়তে হবে স্কলারিকে। ২০০২ সালে কোরিয়া-জাপানে এই জার্মানদের হারিয়েই পঞ্চম শিরোপা জেতে ব্রাজিল। এবার সেমিফাইনালে সেই জার্মান বাধা। ১৯৫০ সালের পর এবারই প্রথম বিশ্বকাপের আয়োজন করছে ব্রাজিল। উরুগুয়ের বিপক্ষে ফাইনালে হেরে সেবার শিরোপা বঞ্চিত হয়। ঘরের মাটিতে এবার শিরোপা হাতছাড়া করতে চান না স্কলারি। ২০০২ সালের ব্রাজিলের শিরোপাজয়ী এই কোচ বলেন, ‘চ্যালেঞ্জকে ভয় পেলে আমি জীবনে কিছুই অর্জন করতে পারব না। জাতীয় দলকে এবারও শিরোপা এনে দিতে চাই।’

ঘরের মাটিতে বিশ্বকাপ। ব্রাজিলের ওপর তাই চাপটা একটু বেশি। প্রত্যাশার চাপ সামাল দিতে শক্তি প্রয়োগের আশ্রয়ও নিচ্ছে দলটি। অবশ্য প্রতিপক্ষের কাছ থেকেও একই ধরনের আচরণ পেয়েছে তারা। বিশেষ করে কোয়ার্টারে ব্রাজিল-কলম্বিয়া ম্যাচে ফাউলের রেকর্ড হয়েছে। যার অধিকাংশই করেছে ব্রাজিল। তবে স্বাগতিকদের সবচেয়ে বড় খেসারত দিতে হয়েছে এই ম্যাচেই। মেরুদণ্ডের অস্থি ভেঙে যাওয়ায় বিশ্বকাপ থেকে ছিটকে পড়েন আক্রমণভাগে দলের প্রধান ভরসা নেইমার। সেই নেইমারবিহীন ব্রাজিলকে নিয়েই এখন জার্মানির বিপক্ষে সেমিফাইনাল খেলতে হবে স্কলারিকে। বিকল্প হিসেবে অন্য কাউকে আনা হবে।

নেইমারের পরিবর্তে উইলিয়ানের নামটাই আসছে সবচেয়ে বেশি। অনুশীলন করতে গিয়ে শনিবার পিঠে চোট পান উইলিয়ানও। অবশ্য ইতিমধ্যে চিকিত্সা নিয়েছেন। এদিন ব্রাজিল দল অনূর্ধ্ব-২০ দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলে। সেমিফাইনালের আগে এটিই সবশেষ প্রস্তুতি। এই ম্যাচে ৩-০ গোলে জয় পায় জাতীয় দল। যেখানে বার্নার্ড, দান্তে ও রেমিরেস একটি করে গোল করেন। স্কলারি এই তিনজনের একজনকেও আক্রমণভাগে নেইমারের বিকল্প হিসেবে বেছে নিতে পারেন। যাকেই বেছে নেন তা নেইমারের শূন্যতা পূরণ করতে পারবে না বলে মনে করেন উইলিয়ান। সতীর্থ খেলোয়াড় সম্পর্কে মূল্যায়নে তিনি বলেন, ‘নেইমারের সঙ্গে অন্য কোনো খেলোয়াড়ের তুলনা করতে পার না। তার অনেক যোগ্যতা আছে। আমার একটা ভিন্ন স্টাইল আছে। সে একজন স্ট্রাইকারের চেয়েও বেশি কিছু।’

দলের জন্য এই সময়টাকে খুব কঠিন আখ্যা দেন আরেক সতীর্থ বার্নার্ড। সহজেই একজন বড় তারকার বিকল্প খুঁজে পাওয়াটা এত সহজ নয়। তিনি বলেন, ‘সময়টা বেশ কঠিন। কেউ চাইবে না খেলার সুযোগ গ্রহণ করতে। কারণ কাজটা বেশ কঠিন।’ ব্রাজিলিয়ান কনফেডারেশন অবশ্য চাচ্ছেন সিলভাকে খেলার সুযোগ দিতে। ফিফার কাছে এ নিয়ে আবেদনও করা হয়েছে। তবে সিলভা খেলতে না পারলে ডেভিড লুইজ অধিনায়কত্ব করতে পারেন এই ম্যাচে।

(ওএস/এইচআর/জুলাই ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test