E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তান্ত্রিকের সহায়তায় স্বপ্নের ফাইনালে ব্রাজিল!

২০১৪ জুলাই ০৮ ১২:৩০:০৯
তান্ত্রিকের সহায়তায় স্বপ্নের ফাইনালে ব্রাজিল!

স্পোর্টস ডেস্ক, ঢাকা : মঙ্গলবার রাতে বেলো হরিজন্তেতে সেমিফাইনালে জার্মানির মুখোমুখি হচ্ছে স্বাগতিক ব্রাজিল সুপারস্টার নেইমার ছাড়াই।

নেইমার না থাকায় দল খানিকটা দুর্বল হয়ে থাকবে বলে মনে করা হলেও রিওডি জেনিরোর এক তান্ত্রিক দাবি করেছেন, তার অভিশাপ জার্মানিকে বিদায় করে দেবে বিশ্বকাপ থেকে তার তন্ত্র স্বাগতিকদের পৌঁছে দেবে স্বপ্নের ফাইনালে।

হেলিও সিলম্যান নামের ওই তান্ত্রিক বলেছেন, আমি তাদের সেরা খেলোয়াড়ের পা বেঁধে রাখবো, যে কারণে মাঠে সে দৌঁড়াতে পারবে না।

তবে তিনি জার্মান দলের কোনো খেলোয়াড়কে টার্গেট করেছেন এ ব্যাপারটি প্রকাশ করেননি। অবশ্য, খেলার আগেই এক অনুষ্ঠানে জার্মানিসহ ওই দলের খেলোয়াড়কে অভিশপ্ত করবেন বলে তিনি জানান।

সেলেকাওদের প্রত্যেক লড়াইয়ের আগেই রিওডির ম্যাদুরেইরায় নিজের ‘ওয়ার্ল্ড অব অরিক্সাস’ তন্ত্রঘরে প্রতিপক্ষকে অভিসম্পাত করেন সিলম্যান।

ফুটবল মাঠের আকৃতির একটি বক্সের ভেতরে প্রতিপক্ষের খেলোয়াড়দের জার্সির রংয়ের কিছু মোমবাতি রাখেন হেলিও এবং সেটাতে ওই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়টির পুতুলও রাখা হয়। এরপর সিলম্যান তন্ত্রমন্ত্র পড়ে প্রতিপক্ষকে ‘ঘোরতর অভিশাপ’ দেন।

শুক্রবারের কোয়ার্টার ফাইনালে সিলম্যানের দেওয়া অভিশাপ রুখতে পারেনি কলম্বিয়ার জেমসে রদ্রিগেজকে। ব্রাজিলের বিপক্ষে দুর্দান্ত খেলে গোলও পেয়েছেন কলম্বিয়ান উইঙ্গার। এমনকি আঘাত পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে পড়া নেইমারকে সুরক্ষিত রাখতেও ব্যর্থ হয়েছেন তিনি।

কিন্তু ক্যামেরুন, চিলি, ক্রোয়েশিয়া ও মেক্সিকোর বিপক্ষে ম্যাচে সিলম্যানের জাদু কার্যকারিতা দেখিয়েছে বলে দাবি করেছেন।

সেমিফাইনালে মাঠে নামার আগে পুরো জার্মানিকে সতর্ক করেছেন তিনি। পাশাপাশি দলটির তারকা খেলোয়াড় থমাস মুলার, গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ের ও উইঙ্গার ম্যাটস হামেলসকে হুঁশিয়ার করা হয়েছে সিলম্যানের পক্ষ থেকে।

(ওএস/পি/জুলাই ০৮,২০১৪)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test