E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পরলোক গমন করলেন কিংবদন্তি ফুটবলার ডি স্টেফানো

২০১৪ জুলাই ০৮ ১৩:৩৯:৩২
পরলোক গমন করলেন কিংবদন্তি ফুটবলার ডি স্টেফানো

স্পোর্টস ডেস্ক, ঢাকা : কিংবদন্তি ফুটবলার ডি স্টেফানো চলে গেলেন। কলম্বিয়া, আর্জেন্টিনা ও স্পেনের হয়ে খেলা এই তারকা সোমবার ৮৮ বছর বয়সে মারা যান।

রবিবার সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তিনি মারা যান।

আর্জেন্টিনা, কলম্বিয়া ও স্পেন তিনটি দেশের হয়ে খেলেছেন স্টেফানো। পঞ্চাশের দশকে রিয়াল মাদ্রিদ পরপর পাঁচবার ইউরোপ সেরা হয়েছিল। সেই অনবদ্য কীর্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ডি স্টিফানোর। ‘ব্লন্ড অ্যারো’ নামে পরিচিত ডি স্টেফানো রিয়ালের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। রিয়ালের হয়ে ২৮২টি ম্যাচে ২১৬টি গোল রয়েছে ডি স্টেফানোর।

আর্জেন্টিনার এই তারকা রিভার প্লেটের হয়ে অসামান্য পারমরমেন্স করেছেন। রিভার প্লেটের জার্সি গায়ে ৭২ ম্যাচে ৫৩ গোল করা এই তারকা ১৯৪৭ সালে আর্জেন্টিনার কোপা আমেরিকা কাপ জয়ে অসামান্য ভূমিকা পালন করেন। সেবার ছয়টি গোল করেন তিনি।

তবে আর্জেন্টিনায় জন্ম নেয়া এ কিংবদন্তি ফুটবলারের বিশ্বকাপ স্বপ্ন ট্র্যাজেডি হয়ে আছে। ১৯৫০ সালে আর্জেন্টিনা বিশ্বকাপ বয়কট করায় তার খেলা হয়নি বিশ্বমঞ্চে।

(ওএস/পি/জুলাই ০৮,২০১৪)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test