E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিষেধাজ্ঞার পর সাকিবের প্রথম প্রতিক্রিয়া

২০১৪ জুলাই ০৮ ১৮:৪৬:৪৩
নিষেধাজ্ঞার পর সাকিবের প্রথম প্রতিক্রিয়া

নিউজ ডেস্ক : জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাকিব আল হাসান ছয় মাসের জন্য নিষিদ্ধ। সাকিবের নিষেধাজ্ঞা নিয়ে সবখানে আলোচনা-সমালোচনার ঝড় চলছে। বিসিবির এ সিদ্ধান্তে কোন প্রতিক্রিয়া কোন গণমাধ্যমে এখনও না দিলেও দেশসেরা এই অলরাউন্ডার তাঁর ফেসবুক ভ্যারিফাইড পেজে ফ্যানদের উদ্দেশ্যে লিখেছেন আবেগে ভাসানো এক স্ট্যাটাস,

Dear Fans, Ramadan Mubarak! I am truly overwhelmed by all the love and support I have received from you in the past and even more so now. In this moment of truth, please know from the very bottom of my heart that I am who I am because of your undying love and support and the colours of our flag. I play every moment keeping this love and emotion with me. My country means more than anything else to me and I intend to fight for my country and my fellow countrymen at every opportunity I get...please keep me in your thoughts and prayers as I always do for you...

Love you all, -Shakib.

সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। অতীতে, এমনকি এখন পর্যন্ত আমি আপনাদের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তাতে ভীষণ অভিভূত। সত্যি বলতে কি, এই মুহূর্তে আমি যদি আমার হৃদয়ের অন্তস্থল আপনাদের দেখাতে পারতাম, তাহলে বুঝতেন আজকের এই আমি কেবল আপনাদের ভালোবাসা, সমর্থন আর বাংলাদেশের পতাকার জন্যই। এই ভালোবাসা, এই আবেগ আমি প্রতিমুহূর্তে ধরে রাখতে চেষ্টা করি। দেশ আমার কাছে সবকিছুরই ঊর্ধ্বে। দেশ ও দেশের মানুষের জন্য প্রতি মুহূর্তে লড়াইয়ে নামতে আমি বদ্ধপরিকর। আশা করি, আপনারা সব সময়ই আমাকে আপনাদের হৃদয়ে ঠাঁই দেবেন, আমার জন্য প্রার্থনা করবেন, যাতে আপনাদের জন্য সব সময়ই কিছু করতে পারি। আপনাদের সবাইকে ভালোবাসি।

সাকিবের স্ট্যাটাস

এই স্ট্যাটাসের পর আবেগ তাড়িত ফ্যানরা বিভিন্ন কমেন্ট করছেন ঐ পোস্টে। অসংখ্য ফ্যান কমেন্ট থেকে এখানে বাছাই করে কিছু দেয়া হল।

সৌরভ বিপি আজ মৌখিক অনুমতি নিয়েও সাকিবের এই অবস্হা।।।তার উপর আরো কয়েকবার তার উপর অন্যায় চলেছে।।।মাসের পর মাস এক অযোগ্য খেলোয়াড় তামিম দলে জায়গা পায় আর সাকিব সামান্য দোষেই ব্যান!!! আসলে বিসিবি তে মামা চাচার রাজনীতি ঢুকে গেছে।।।। একজনের পছন্দ ফরহাদ রেজা তো আরেকজনের তামিম!!! কিপ ইট আপ পাপন,আকরাম! ইউ আর ডুয়িং ওয়েল!

MD Humayun Kabir এটা পড়ে মনে হলো, আমার মনের কথা গুলোই আপনি লিখেছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

Koushik Saha গত ৫বছর থেকে বাংলাদেশ ক্রিকেট যাদের জন্য মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তাদের মধ্যে অন্যতম সাকিব আল হাসান । তার জন্যেই আমরা গর্ব করে বলতে পেরেছি যে number 1 allrounder আমাদের দেশের । দেশেকে সে অনেক কিছুই দিয়েছে তবে আমরা হয়তো কিছুই দিতে পারিনি।
যত দোষ নন্দ ঘোষ হয়ে গেল ব্যাপারটা

Mostafizur Rahman Sujan সাকিব সাহেব তোমার গত কয়েক বছরের অাচরণ গুলো মনে করার চেষ্টা কর।তোমার প্রচন্ড অহংকার।দেশের হয়ে খেলেই তো অাজ তুমি সাকিব হয়েছো। পৃথিবী তে কেউ সারা জীবন তার কাজ এক রকম করে থাকতে পারেনা।তোমার অহংকার তোমাকে ধংশ করবে। অার তোমাকে ধংশ করার জন্য তোমার বউয়ে যথেষ্ঠ।

Jony Rahman ঘুড়ি তুমি যত আকাশেই উঠে উড়ে বেরাও, নাটাই টা কিন্তু নিচে থাকা মানুষের হাতে। টেনে দিলে আসতে হবে, ছিঁড়ে দিলে তুমি শেষ। হেলিকপ্টার ছাড়া তুমি বাইরে বের হও না, দেশের সব থেকে দামি গাড়ি কিনতে পার। যে কাউকে যা-তা, যখন ইচ্ছা মারতে পার। এই দেশের মানুষের টাকা-ভালবাসায়ই আজকের বিশ্বসেরা সাকিব তুমি। * কাছ থেকে সাকিব-তামিম কে নিয়মিত প্রত্যক্ষ করার পর যখন বলতাম, এরা অন্য কাঊকে মানুষ মনে করে না, তখন কেউ কেউ কথা শোনাত। *নিষ্ঠুর সত্য বলতে ICC এর সভাপতি হতে হয়। বোর্ড সভাপতি, মন্ত্রী হয়েও তিনি বলতে পারেন নাই,এখন বুঝতে হবে এদেশের ক্রিকেটারদের কত ক্ষমতা। *আকরাম খান মুক্ত বোর্ড চাই। ভাতিজাকে বাদ দেওয়ায় পদত্যগ। দল টা কি তোমার বাপের সম্পত্তি? প্রধানমন্ত্রী ফিরিয়ে আনার পর চাচা-ভাতিজা আরও বেপরোয়া। সাকিবের এই ঘটনায় প্রিয় বন্ধু তামিমের ক্ষমতার ও একটা প্রভাব ছিল। আড়ালে আকরাম খান ও এই ঘটনায় জড়িত,কিন্তু সাকিব কে গর্তে ফেলে আবারো পার পেয়ে গেল। * বোর্ডের প্রশ্রয়, অদক্ষতা, সমর্থকদের বেশি লাফালাফি, কর্পোরেট বেনিয়াদের, সর্বোপরি সবার প্রফেশনাল মানসিকতার অভাবে আজকের এই অবস্থা সাকিবের,বেহাল দশা ক্রিকেটের। মাশরাফি, রাজ্জাক ছাড়া সব গুলো অভদ্র,বেয়াদব......। **আমি রোযাদার,তবুও আমার সব থেকে বড় গালি টার কথা মনে পড়ল, তুই বাংলাদেশের ক্রিকেটার......"

Suprio Sikdar সাকিব আল হাসানের জন্য মানুষের আলগা ভালবাসা দেখে আমি পুরাই বেকুব হয়ে যাচ্ছি। ফেসবুকে ঢুকলেই সাকিবের জন্য মানুষের ভালবাসা উপচায় পড়তে দেখা যায়।

আরে যে পোলা অন্য দেশে খেলার জন্য নিজের দেশরে না খেলার হুমকি দেয় তাকে এতো কম সাজাতে মানায় না। তাকে চিরদিনের জন্য বাইরের দেশের হয়ে খেলার ব্যবস্থা করে দেয়া উচিত।

সাকিবকে আজীবনের জন্য সাসপেন্ড করা উচিত ছিল বিসিবির। কিন্তু বিসিবি এটা করতে পারে নাই। সুতরাং বিসিবি হেরেছে আর জিতেছে তথাকথিত অহংকারী খেলোয়াড় সাকিব আল হাসান !! ভাবটা এমন যে সাকিব হচ্ছে 'মেসি' যাকে ছাড়া বাংলাদেশ ক্রিকেট টীম অন্ধ !!

(ওএস/এটিআর/জুলাই ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test