E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'এমন পরাজয়ের জন্য আমি, শুধু আমিই দায়ী'

২০১৪ জুলাই ০৯ ০৯:২৫:৪৪
'এমন পরাজয়ের জন্য আমি, শুধু আমিই দায়ী'

স্পোর্টস ডেস্ক : ব্রাজিল কোচ স্কলারি বলেন, অনেক সুখের স্মৃতি রয়েছে। কখনও কখনও বিষাদ বা দুঃখও সঙ্গী হয়েছে। কিন্তু বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ব্রাজিলের ৭-১ গোলের পরাজয়কেই নিজের দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে সবচেয়ে বাজে দিন হিসেবেই মনে করছেন তিনি।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কোনো রাগঢাক না করে দলের হারের জন্য নিজেকেই দায়ী করেছেন স্কলারি। বলেছেন, দলের এমন পরাজয়ের জন্য আমি, শুধু আমিই দায়ী। যদিও বিষয়টি আমরা সবাই ভাগাভাগি করে নেব। কিন্তু প্রতিপক্ষের বিপক্ষে রণকৌশল আমিই সাজিয়েছিলাম। তাই দোষ আমারই।

খেলোয়াড়দের কোনো দোষ দেননি তিনি। বলেছেন, আমরা আমাদের সর্বোচ্চ উজাড় করে চেষ্টা করেছি। তবে দুরন্ত ফর্মে থাকা জার্মানির বিপক্ষে পেরে উঠিনি আমরা।

শুরুতে গোল হজমই কাল হয়েছে বলে মনে করেছেন স্কলারি। বলেছেন, খেলা আরম্ভ হওয়ার পরপরই গোল হওয়ায় আতঙ্কিত হয়ে পড়ি আমরা। একই সঙ্গে ছন্দপতন হয় দলের। যার খেসারত দিয়েছি আমরা। কারণ, সবকিছুই গেছে আমাদের বিপক্ষে। আর জার্মানিদের কৌশল ছিল দারুণ। সেটাকে সম্মান করতেই হবে সবার।

ব্রাজিলিয়ান জনগণের কাছে ক্ষমাও চেয়ে স্কলারি বলেন, এমন পারফরম্যান্সের জন্য আমাদের ক্ষমা করে দেবেন। আমি দুঃখিত কারণ ফাইনালে যেতে সক্ষম হইনি আমরা। তবে প্রতিযোগিতার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জয়ের জন্য চেষ্টা করব।

(ওএস/অ/জুলাই ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test