E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেসিরাই ফেভারিট

২০১৪ জুলাই ০৯ ১১:২৫:০৬
মেসিরাই ফেভারিট

স্পোর্টস ডেস্ক : দেশের স্বাধীনতা দিবসেই বিশ্বকাপ সেমিফাইনালের ম্যাচ খেলতে নামছেন লিওনেল মেসিরা ৷ এবছর প্রতিটা ম্যাচেই প্রায় খুঁড়িয়ে খুঁড়িয়ে জিতলেও বিশ্বজুড়ে সমর্থকদের চরম প্রত্যাশা রয়েছে আর্জেন্টিনা দলকে ঘিরে৷ বেলজিয়ামকে কোয়ার্টার ফাইনালে হারানোর পরেই সেই প্রত্যাশা দ্বিগুণ হয়েছে৷ এই বিপুল সমর্থনের পিছনে অবশ্যই একজন ব্যক্তি রয়েছেন৷ তিনি লিওনেল মেসি৷ চলতি বিশ্বকাপে যে ফর্মে রয়েছেন মেসি, তাতে তাঁর দলের কাপ জয়ের স্বপ্ন দেখাটা কারোর পক্ষে অস্বাভাবিক কিছু নয়৷ তবে একইসঙ্গে আর্জেন্টিনার বাকি ফুটবলারদের ফর্ম চিন্তায় রাখছে৷

ভিনসেন্ট কোম্পানির দলের বিরুদ্ধে আগের ম্যাচে গঞ্জালো হিগুয়েন একটা গোল করলেও ডি মারিয়ার চোট চিন্তায় রাখছেআর্জেন্টিনা শিবিরকে৷ অতিরিক্ত মেসি নির্ভরতাও দলের জন্য কাল ডেকে আনতে পারে বলে মত অধিকাংশের৷ গ্রুপ পর্যায় থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ধরলে মেসিদের প্রতিপক্ষ দলও এতদিন আহামরি কিছু ছিল না৷ কিন্তু এবার ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের সামনে রবেন-স্নেইডারের নেদারল্যান্ডস৷ কোস্টারিকার বিরুদ্ধে আগের ম্যাচে টাইব্রেকারে জিতলেও বিশ্বকাপের শুরুর থেকেই যথেষ্ট ফর্মে রয়েছেন ডাচরা৷ গতবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রথম ম্যাচেই উড়িয়ে দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ডাচ বাহিনী৷ সেই ধারা পরের ম্যাচগুলিতেও ধরে রাখতে সক্ষম রবেনরা ৷ গতবার ফাইনালে উঠেও হারতে হয়েছিল নেদারল্যান্ডসকে৷ এবছর তাই অন্তত সেমিফাইনালে ওঠার পর কাপ জয়ের স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে কমলা বাহিনী৷ ৯০ সালে শেষবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা৷ সেবছর রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল নীল-সাদা জার্সিদের৷ এবছর শুধু ফাইনালে ওঠাই নয়, কাপ জিতেই বুয়েনস আইরেসে ফিরতে চায় সাবেয়ার দল৷

কোচ সাবেয়ার ছদ্মনাম হল, ‘এল মাগো’, অর্থাত্‍ ম্যাজিশিয়ান৷ তাঁর ম্যাজিকের জাদুতেই বুধবার ডাচরা কতটা ধরাশায়ী হবে, তা নিয়ে জল্পনা-কল্পনার অন্ত নেই৷ সকলেই মানছেন মেসি নির্ভরতা আর্জেন্টিনাকে ডোবাতে পারে৷ কিন্তু সাবেয়ার ছকে শেষপর্যন্ত ডাচরা কতটা ধাক্কা খায়, তা নিয়েই অঙ্ক কষাকষি চলছে৷ দিমারিয়া সম্ভবত খেলতে পারবেন না৷ এটা যদিআর্জেন্টিনা দলের সব থেকে বড় ক্ষতির একটা দিক হয়, তাহলে হল্যান্ড সেই জায়গায় বেশ কিছুটা এগিয়ে৷ এমনিতেই ডাচ দলে রবেন পারফরম্যান্সের দিক থেকে তুঙ্গে রয়েছেন৷ তাঁকে থামানোই প্রধান লক্ষ্য হওয়া উচিত সাবেয়ার৷ এবং সেই দিকে লক্ষ্য রেখে যে তিনি এগোচ্ছেন, তা নিয়ে কোনও মতান্তর নেই৷
তবে হল্যান্ডের প্রতি আক্রমণ নিয়ে যথেষ্ট চিন্তিত রয়েছে আর্জেন্টিনা৷ বেলজিয়ামের বিরু‌দ্ধে গোল করে দলকে সেমিফাইনালে তোলা গঞ্জালো হিগুয়েন কোনও রাখঢাক না করেই বলেছেন, ‘আমরা জানি, নেদারল্যান্ডস কোন কৌশলে আমাদের বধ করতে চাইবে৷ কিন্তু আমরা জানি, প্রতি আক্রমণে কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে হল্যান্ড৷ কারণ, ওরা গতিকে অবলম্বন করেই আক্রমণে উঠে আসে৷ এই জায়গাটাতেই ওদেরকে থামাতে হবে৷ তবে আমরা প্রস্তুত৷ তাই এইমুহূর্তে জয় ছাড়া অন্য কিছুই ভাবছি না৷’

(ওএস/এইচ/জুলাই ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test