E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

একক শক্তি হিসেবে কাজ করবে আর্জেন্টিনা : মেসি

২০১৪ জুলাই ০৯ ১৯:০০:১৭
একক শক্তি হিসেবে কাজ করবে আর্জেন্টিনা : মেসি

স্পোর্টস ডেস্ক, ঢাকা : বিশ্বের অন্যতম সেরা তারকা ফুটলার তার সতীর্থদের গুরুত্ব জানালেন এবং ডাচদের মোকাবেলা করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন । মেসি বলেছেন যে আর্জেন্টিনা দল একটা একক শক্তি হিসেবে কাজ করবে এবং বিশ্বকাপ খেলবে, সে দলে থাকুক আর নাই থাকুক ।

২৭ বছর বয়সী এই স্টার খেলোয়াড় টুর্নামেন্টের শুরু থেকেই ছিলেন তুখোড় ফর্মে, পাঁচটি ম্যাচ খেলে ৪টি গোল দিয়েছেন, একটা গোলে সহযোগিতা করেছেন – এসব মিলিয়ে সমালোচনায় উঠে এসেছিলেন যে আর্জেন্টিনা একান্তই তার উপরে নির্ভরশীল ।

মেসি বিশেষভাবে উল্লেখ করেছেন যে ‘অ্যালবিসিলেস্টা’ দলে শুধু তার ম্যাচ জেতানো স্কিল না আরো অনেক কিছুই আছে ।

টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া বিবৃতিতে জানান, “আমি মোটেই একমত নই যে আর্জেন্টিনা আমাকে বাদে শূন্য !”

“ফুটবল একটা দলীয় খেলা, তাই যেইই এ কথা বলে থাকুক না কেন সে আসল ব্যাপার জানেনা ।”

“হ্যাঁ, এটা স্বীকার করছি আমি কিছু গুরুত্বপূর্ণ গোল করেছি কিন্তু দলে আরো ১০টা খেলোয়াড় আছে যারা এ পর্যন্ত পৌছাতে সাহায্য করেছে ।”

“গঞ্জালো হিগুয়েন বেলজিয়ামের বিপক্ষের ম্যাচ জেতানো গোলটা করেছে এবং আমরা বাকী সময়ে আনন্দের সাথে প্রতিরোধ করেছিলাম খেলাটিতে । প্রত্যেককেই সবকিছুর জন্য লড়াই করতে হয় ।”

মেসি এরপরে দি মারিয়ার গুরুত্ব বোঝানোর চেষ্টা করেন । বলেন যে আজকের খেলাতে তাকে কত মিস করা হবে । মারিয়ার ভয়ানক দৌড়, আক্রমণ এসবই থাকবে আজকে অনুপস্থিত ।

তিনি বলেছেন, “দি মারিয়া খেলার মাঠে এবং বাইরে দুই জায়গাতেই বিশেষ অংশ হয়ে ছিলেন দলের জন্য । এবং সে খেলেছেও ভাল মাঠ ছাড়ার আগ মুহূর্ত পর্যন্ত । ওটা বেদনাদায়ক ছিল !”

নেদারল্যান্ডসের উপরে মেসির যথেষ্ট শ্রদ্ধা আছে, এবং সেমিতে তারা শক্ত প্রতিদ্বন্দ্বী হবে এটাও নিশ্চিত করেছেন । বলেছেন, “তারা পরপর দুইবার সেমি ফাইনালে পৌঁছেছে এবং তারা চেষ্টা করবে তাদের নৈপূণ্যতায় আরো বেশী কিছু যোগ করতে । তারা শুধুমাত্র একটু দূরে রয়েছে মূল লক্ষ্য থেকে ।”

(ওএস/পি/জুলাই ০৯,২০১৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test