E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিজ অবস্থান থেকে নড়তে নারাজ স্কলারি!

২০১৪ জুলাই ১০ ১৭:২৩:১৩
নিজ অবস্থান থেকে নড়তে নারাজ স্কলারি!

স্পোর্টস ডেস্ক, ঢাকা : শোকের মাতম বিশ্বজুড়ে। সমালোচনার ঝড়। স্বপ্নের বিশ্বকাপে ব্রাজিলের এমন দুর্দশা মেনে নিতে পারছে না কেউ। সেমিফাইনালে জার্মানির বিপক্ষে ৭-১ গোলের কেলেঙ্কারিজনক পরাজয়ের পর ব্রাজিল কোচ লুইস ফেলিপে স্কলারি এখন কাঠগড়ায়। তার পদত্যাগের দাবিতে সরগরম হয়ে উঠেছে দেশটির মিডিয়া। তবে সকল সমালোচনা তুচ্ছ করে স্কলারি সাফসাফ জানিয়ে দিলেন, বিশ্বকাপ শেষ হওয়ার আগ পর্যন্ত এসব নিয়ে কিছুই ভাবছেন না তিনি।

স্কলারি ২০০২ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের কোচের দায়িত্বে ছিলেন। ২০১০ সালের বিশ্বকাপে ব্রাজিলের হতাশাজনক পারফরমেন্সের পর ২০১২ সালের ডিসেম্বর আবারও দলটির দায়িত্ব তুলে দেওয়া হয় স্কলারির হাতে। দায়িত্ব নিয়ে কিছু সাফল্য দেখালেও শুরু থেকেই বিতর্কের মুখে ছিলো তার স্কলারির খেলা-পরিকল্পনার ধরণ। সেসব বিতর্ক তুচ্ছ করে ৬৫ বছর বয়সী স্কলারি বলেছিলেন, তার খেলার ধরণ যাদের পছন্দ নয়, তারা নরকে যাক।

সেসব মন্তব্যের ধকল এখন পোহাতে হবে স্কলারিকে। শত বছরের ব্রাজিল ফুটবলের ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক এবং বড় ব্যবধানের হারের পর দেশটির ও দিয়া পত্রিকা তাদের প্রথম পাতা জুড়ে স্কলারির ছবি ছেপে যে সংবাদটি প্রকাশ করেছে, তার শিরোনাম- নরকে যাও ফেলিপে।

তবে স্বর্গ-নরক নিয়ে এখনই কিছু ভাবছেন না স্কলারি। বলেছেন, ‘আমাদের কাজ এখনও বাকি। বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত আমরা সিবিএফের (ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন) সঙ্গে অঙ্গীকারবদ্ধ। শনিবার শেষ হবে আমাদের বিশ্বকাপ। তারপর সিবিএফের পরিচালনা পর্ষদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবো।’

১৯২০ সালে উরুগুরুয়ের কাছে ৬-০ গোলে হারা ব্রাজিল প্রায় শত বছর পর এসে জার্মানির কাছে পেল ৭-১ গোলে পরাজয়ের লজ্জা। কিভাবে? স্কলারির অসহায় জবাব, ‘ছয় মিনিটের একটা দুর্যোগে পড়ে গিয়েছিলাম আমরা। এইটুকু সময়ে চার গোল। ছয় মিনিটে কি হয়েছিলো, আমি জানি না। জানলে উত্তর দেওয়ার চেষ্টা করতাম। আমি এই দুর্যোগের কোনও ব্যাখ্যা দিতে পারবো না, একে হালাল করারও চেষ্টা করবো না। তবে এই সময়ের ঝামেলাতেই আমরা বিধ্বস্ত হয়েছি।’

আপাতত এই ব্যর্থতা ভুলে স্কলারি পূর্ণ প্রস্তুতি নিতে চান শনিবারের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটা ভালো খেলতে। সেদিনের খেলায় ব্রাজিলের প্রতিপক্ষ পার্সি-রোবেনদের হল্যান্ড।

(ওএস/পি/জুলাই ১০, ২০১৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test