E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আবার শুরু টাটা প্রিমিয়ার লিগের ফুটবল

২০১৪ এপ্রিল ১৪ ০৯:০৬:৪৬
আবার শুরু টাটা প্রিমিয়ার লিগের ফুটবল

স্পোর্টস ডেস্ক, ঢাকা : মঙ্গলবার থেকে শুরু হচ্ছে নিটল টাটা প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব হোম অ্যান্ড অ্যাওয়ে জটিলতার অবসান না করেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। উদ্বোধনী ম্যাচে গত মৌসুমের ট্রেবলজয়ী শেখ রাসেল ক্রীড়াচক্র ও নবাগত উত্তর বারিধারা ক্লাব মুখোমুখি হচ্ছে। আর কমলাপুর স্টেডিয়ামে প্রিমিয়ার থেকে নামা আরামবাগ ক্রীড়া সংঘ ও নবাগত বাড্ডা জাগরণী সংসদ খেলবে চ্যাম্পিয়নশিপ লিগের দ্বিতীয় পর্ব। বিকাল ৫টায় প্রিমিয়ার ও সাড়ে ৩টায় দ্বিতীয় স্তরের ম্যাচ শুরু হবে।

বড় ক্লাবগুলোর কারণেই হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ নিয়ে বিপত্তি বেঁধেছে। ঢাকার বাইরে যেতে আপত্তি জানিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, মোহামেডান ও ব্রাদার্স। যুক্তি হিসেবে তারা ফেনীর মাঠ ছোট, নিরাপত্তাহীনতা, গোপালগঞ্জে যাতায়াত সমস্যা, ভালো আবাসন সুবিধা নেই। চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামের মাঝে ক্রিকেটের সাতটি পিচ। স্বাগতিক সকার ক্লাব, মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম আবাহনী সমস্যা সমাধানের নিশ্চয়তা দিলেও মানতে নারাজ ৩ ক্লাব। এই জটিলতা এড়াতে বাফুফের জরুরি সভার সিদ্ধান্ত মতো ১৬ এপ্রিল হেলিকপ্টাওে ভেন্যুগুলো পরিদর্শনে যাচ্ছেন জেষ্ঠ্য সহসভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী, সহসভাপতি বাদল রায়, সদস্য শেখ মোহাম্মদ মারুফ হাসান এবং ক্লাব প্রতিনিধি শেখ জামালের সভাপতি মনজুর কাদের।


অ্যাওয়ে ভেন্যু নিয়ে ঢাকার বড় দলগুলো যাই বলুক প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে জম্পেশ ফুটবলের আভাস দিয়ে গেছে স্বাধীনতা কাপ ফুটবল। প্রথম পর্বে ৪ পয়েন্ট নিয়ে তলানিতে থাকলেও টুর্নামেন্টের পারফরম্যান্স বলছে সকার ক্লাব শেষ পর্যন্ত সাতের মধ্যে থাকবে। চ্যাম্পিয়ন মোহামেডানের কথা তো অনস্বীকার্য।


মধ্যবর্তী দলবদলে নতুন বিদেশি নিবন্ধন করিয়ে সে প্রস্তুতিও নিয়ে ফেলেছে। স্বাধীনতা কাপ ছিল নতুন বিদেশি ফুটবলারদের ট্রায়াল টুর্নামেন্ট। সাত বিদেশিকেই পাল্টেছে ব্রাদার্স। তাদের উল্লেখযোগ্য বিদেশি হাইতি জাতীয় দলের মিডফিল্ডার অগাস্টিন ওয়ালসন। শেখ রাসেল নিয়েছে সার্বিয়ান মিরোশ্লাভ সাভানোভিক ও ইভান কুরতুসিক। মোহামেডানের সেরা রিক্রুট বারকিনো ফাঁসোর জঙ্গো ওসসেনি। আইটিসি হাতে পেলে ১৭ এপ্রিল গোপালগঞ্জে মুক্তিযোদ্ধার বিপক্ষে খেলবেন পর্তুগিজ স্ট্রাইকার হেনরি পিন্টো।

শীর্ষে থাকলেও শেখ জামাল নতুন নিয়েছে গাম্বিয়ার জাট্টা মোস্তফা, পোল্যান্ড দ্বিতীয় বিভাগে খেলা নাইজেরিয়ান ওয়াসিউ আফিস ও ড্যানিয়েল আনিকাছি। ইব্রাহিম, সামাদ ইউসুফের পাশে আবাহনীর সেরা অন্তর্ভুক্তি পর্তুগিজ লিওনিলাদ সুয়ারেস।


মুক্তিযোদ্ধা স্বাধীনতা কাপে খেলালেও লিগের জন্য নেয়নি। তবে টুর্নামেন্টে তিন গাম্বিয়ান ল্যান্ডিং ডরবোয়ে, কাব্বা জোয়েকে খেলিয়ে চমক দেখালেও ডিফেন্ডার ম্যাথু ম্যান্ডিকে বাদ দিয়েছে সকার ক্লাব। ইসমাইলা জাগনে ও কইটা লামিনকে খেলাবে তারা।

এ পর্যন্ত ৪৫ ম্যাচে মোট গোল হয়েছে ১১১টি। সবচেয়ে বেশি করেছে শেখ জামাল (২৪টি), কম বারিধারার (৪টি)। শীর্ষ গোলদাতা শেখ জামালের স্ট্রাইকার এমেকা ডারলিংটন, ২৪ গোলের ১১টিই তার। শীর্ষ পাঁচের একমাত্র স্থানীয় ফুটবলার মোহামেডান অধিনায়ক জাহিদ হাসান এমিলি (৫)। তার ওপরে মুক্তিযোদ্ধার এনকোচা কিংসলে (৬টি), শেখ জামালের ওয়েডসন অ্যানসেলম (৬টি) ও বিজেএমসির স্যামসন ইলিয়েসু (৫টি)। গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা আবাহনীর ওসেই মরিসন করেছেন মাত্র ৩টি।

পয়েন্ট টেবিল
দল ম্যাচ জয় ড্র হার গোল পয়েন্ট
শেখ জামাল ৯ ৬ ৩ ০ ২৪/৭ ২১
আবাহনী ৯ ৫ ৪ ০ ৯/২ ১৯
মুক্তিযোদ্ধা ৯ ৪ ৩ ২ ১৫/৯ ১৫
মোহামেডান ৯ ৩ ৫ ১ ১১/৬ ১৪
বিজেএমসি ৯ ৩ ৩ ৩ ১৪/৯ ১২
শেখ রাসেল ৯ ৩ ৩ ৩ ১১/৭ ১২
ব্রাদার্স ৯ ২ ৪ ৩ ৯/১২ ১০
উত্তর বারিধারা ৯ ১ ৩ ৫ ৪/২৯ ৬
চট্ট. আবাহনী ৯ ১ ২ ৬ ৬/১৪ ৫
সকার ক্লাব ৯ ০ ৪ ৫ ৮/১৬ ৪

(ওএস/পি/এপ্রিল ১৪,২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test