E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছে না জাতীয় দলের ক্রিকেটাররা

২০১৪ এপ্রিল ১৪ ০৯:১৫:৩৬
ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছে না জাতীয় দলের ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক, ঢাকা : জাতীয় দলের তারকা ক্রিকেটারদের ব্যাটিংয়ে ব্যর্থতা পিছু ছাড়ছেনা। ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যর্থতার পর জাতীয় দলের ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটেও রান করতে ব্যর্থ হয়েছেন। দেশের ঘরোয়া ক্রিকেটেও মুশফিকদের ব্যর্থতায় হতাশ দেশের ক্রিকেট প্রেমিরা।

জাতীয় ক্রিকেট লিগ এনসিএলের ষষ্ঠ ও সপ্তম রাউন্ডের খেলায় জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম চট্টগ্রামের বিপক্ষে রাজশাহীর হয়ে ৮ রান করেই ব্যর্ধ হয়েছেন। অন্যদিকে চট্টগ্রামের হয়ে ব্যট করতে নেমে জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল ১ ও মুমিনুল হক মাত্র ৪ রান করে আউট হয়েছে। রংপুর বিভাগের হয়ে নাসির হোসেন ২ রানেই ব্যর্থ সাজঘরে ফেরেন। খুলনার হয়ে আনামুল হক বিজয় ৪ ও আব্দুর রাজ্জাক শুন্য রানে সাজঘরে ফিরেছেন। জাতীয় দলের ক্রিকেটারদের ব্যাটিংয়ে ব্যর্ধতার হতাশ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।

১৫তম জাতীয় ক্রিকেট লিগের রোববার দ্বিতীয় দিনের খেলায় কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢাকা মেট্টো ৬৩ রানে লিড নিয়েছে। ঢাকার প্রথম ইনিংসে করা ১৭২ রানের জবাবে প্রথম ইনিংসে সবউইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করে খুলনা বিভাগ। ফলে দ্বিতীয় দিন বিকেলে ঢাকা তাদের দ্বিতীয় ইনিংসের ব্যট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১০৪ রান সংগ্রহ করেছে। ওপেনার শামসুর রহমান ৬৯ রান নিয়ে অপরাজিত আছেন।

চট্টগ্রাম জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে বরিশালের প্রথম ইনিংসে করা ৩২৩ রানের জবাবে দারুণ জবাব দিচ্ছে ঢাকা বিভাগ। তৈবুর পারভেজে শতকের ওপর ভর করে দ্বিতীয় দিন চার উইকেটে ৩৩৬ রান সংগ্রহ করেছে তারা। দিন শেষে শুভাগত হোম ৬৫ ও নাদিফ চৌধুরীর ৩২ রানে অপরাজিত থেকে ১৩ রান লিড নিয়েছে ঢাকা।

বিকেএসপির ৩ নাম্বার মাঠে রাজশাহীর ৬৭৫ রানের পাহাড়ের জবাবে ব্যাট করতে নেমে ১৬৫ রানে সাত উইকেটে হারিয়েছে চরম ব্যাটিং বিপযয়ে পড়েছে তামিম ইকবালের চট্টগ্রাম বিভাগ। রাহশাহীর তিন শতকের বিপক্ষে চট্টগ্রামের কেউ শতকের দেখা পায়নি। ফয়সার হোসেন সর্বচ্চ ৫৪ রান ছাড়া দলের পক্ষে কেউ সুবিধা করতে পারেনি। জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল মাত্র ১ রান করেন। এখনও ৫১০ রানে পিছিয়ে আছে তারা।

ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে রংপুর বিভাগের প্রথম ইনিংসে করা ৩৯১ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে সাত উইকেটে ১৩২ রান সংগ্রহ করেছে সিলেট বিভাগ। ওপেনার শাহনেয়াজ সর্বচ্চ ৭১ রান করেন। দিন শেষে আনোয়ার আকবর ১ রানে অপরাজিত আছেন। ফলে এখনও ২৫৯ রানে পিছিয়ে আছে তারা।

(ওএস/পি/এপ্রিল ১৪,২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test