E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাকিবের বিষয়ে বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত : আকরাম খান

২০১৪ জুলাই ১৩ ১৪:১১:১৭
সাকিবের বিষয়ে বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত : আকরাম খান

স্পোর্টস ডেস্ক, ঢাকা : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অলরাউন্ডার সাকিব আল হাসানকে আগামী ছয় মাসের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ এবং দেড় বছর বিদেশি লিগে খেলতে না দেওয়ার শাস্তি দিয়েছে। তবে গত কয়েকদিন যাবত শোনা যাচ্ছিল প্রধান কোচ হাথুরুসিংহে ঢাকায় আসলে তার সঙ্গে কথা বলে সাকিবের শাস্তির ব্যাপারে নতুন করে চিন্তা করবে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান আকরাম খান এই কথাটিকে উড়িয়ে দিলেন। তিনি বলেন, সাকিবের ব্যাপারে বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই চূড়ান্ত। হাথুরুসিংহে আসার পর নতুন করে কোনো কিছু চিন্তা করার নাই।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘প্রধান কোচ হাথুরুসিংহে আসার পর সাকিব আল হাসানের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই। ক্রিকেট বোর্ড সাকিবের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই চুড়ান্ত সিদ্ধান্ত। বোর্ড তা ভেবে চিন্তেই নিয়েছে। এটা নিয়ে কোচের সঙ্গে পরামর্শ করে চূড়ান্ত করার কিছু নেই।’

এদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘সাকিব ইচ্ছে করলে তার শাস্তি কমানোর ব্যাপারে আপিল করতে পারেন। যেসব অভিযোগের ভিত্তিতে সাকিবকে ছয় মাস সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ এবং দেড় বছর বিদেশি লিগে খেলার এনওসি না দেওয়ার যে শাস্তি দেওয়া হয়েছে সে যদি মনে করে আপিল করবে তাহলে তা করতে পারে।’

অন্যদিকে নিষিদ্ধ থাকার সময় সাকিব কি অনুশীলন করতে পারবেন? আর পারলে কিভাবে করবেন এমন প্রশ্নে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘প্রধান কোচ হাথুরুসিংহে সোমবার দেশে ফিরলে তার সঙ্গে সাকিবের ব্যাপারে আলাপ করতে হবে কিভাবে সাকিবকে অনুশীলন করানো যায়। উনি চাইলে সাকিবকে জাতীয় দলের সঙ্গে অনুশীলন করাতে পারেন। না চাইলে আলাদা করে করাবেন। সাকিব যেহেতু আমাদের বোর্ডের চুক্তি বদ্ধ ক্রিকেটার সেহেতু সে বেতন পাবে। ছয় মাস ক্রিকেট খেলতে না পারলেও বোর্ডের সিডিউল অনুযায়ী সাকিবকে অনুশীলনে যোগ দিতে হবে। হাথুরুসিংই সাকিব অনুশীলনের সিদ্ধান্ত নিবেন।’

(ওএস/পি/জুলাই ১৩,২০১৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test