E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দশম উইকেটে সর্বোচ্চ রানের পার্টনারশিপ গড়লেন রুট ও অ্যান্ডারসন

২০১৪ জুলাই ১৩ ১৪:৪৩:৪৯
দশম উইকেটে সর্বোচ্চ রানের পার্টনারশিপ গড়লেন রুট ও অ্যান্ডারসন

স্পোর্টস ডেস্ক, ঢাকা : ইংল্যান্ড তারকা জো রুট ও জেমস অ্যান্ডারসন ট্রেন্টব্রিজে দশম উইকেটে সর্বোচ্চ রানের পার্টনারশিপের রের্কড গড়লেন। শেষ উইকেটে ১৯৮ রান যোগ করে বিশ্বরেকর্ড গড়লো রুট-অ্যান্ডারসন জুটি।

শনিবার লাঞ্চের আগেই নজির গড়েছিলেন এই দুই ইংরেজ ব্যাটসম্যান। ১৬৪ রান যোগ করে অস্ট্রেলিয়ার অ্যাস্টন অ্যাগার ও ফিল হিউজের রেকর্ড ভাঙে রুট-অ্যান্ডারসন জুটি৷ গত বছর ট্রেন্টব্রিজেই ইংল্যান্ডের বিরুদ্ধে ১৬৩ রান যোগ করে দশম উইকেটে সর্বোচ্চ রানের পার্টনারশিপ গড়েছিলো অ্যাগার-হিউজ জুটি৷

রুট-অ্যান্ডারসন জুটির কল্যাণে খাদের কিনারা থেকে ম্যাচে ফেরে স্বাগতিক ইংল্যান্ড। ২৯৮ রানে ৯ উইকেট হারানো ইংল্যান্ড শেষ উইকেট জুটির কল্যাণে ৪৯৬ রান সংগ্রহ করে। ফলে স্বাগতিকরা লিড পায় ৩৯ রানের। ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ১৬৪ রান তুলেছে। কোহলি ৮ ও অজিঙ্কা রাহানে ১৮ রানে অপরাজিত আছেন।

ইংল্যান্ডের জো রুট ১৫৪ রানে অপরাজিত থাকেন। অ্যান্ডারসন করেন ক্যারিয়ার সেরা ৮১ রান। এছাড়া গ্যারি ব্যালান্স ৭১ ও রবসন করেন ৫৯ রান।

ভারতের পক্ষে বিনয় কুমার ৫টি ও ইশান্ত শর্মা নেন ৩টি উইকেট। শামি দখল করেন ২ উইকেট।

এর আগে মুরালি বিজয়ের অনবদ্য ১৪৬ ও ধোনীর ৮২ রানের সুবাদে প্রথম ইনিংসে ভারত সংগ্রহ করে ৪৫৭ রান। শেষদিকে বিনয় কুমার ৫৮ ও শামি করেন ৫১ রান।

৩৪৬ রানে ৯ উইকেট হারানো ভারত দশম উইকেট জুটিতে বিনয় কুমার ও শামির ১১১ রানের অনবদ্য জুটির কল্যাণে ৪৫৭ রানের সংগ্রহ পায়।

ইংল্যান্ডের পক্ষে অ্যান্ডারসন ৩টি এবং স্টোকস ও ব্রড নেন ২টি করে উইকেট। প্লাঙ্কেট ও মঈন আলী একটি করে উইকেট নেন।

(ওএস/পি/জুলাই ১৩,২০১৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test