E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২ ম্যাচে ১০ টি গোল হজম করে ক্লান্ত সিজার!

২০১৪ জুলাই ১৩ ২১:১০:২৭
২ ম্যাচে ১০ টি গোল হজম করে ক্লান্ত সিজার!

স্পোর্টস ডেস্ক, ঢাকা : ব্রাজিল তৃতীয় নির্ধারনী ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে হেরেছে ৩-০ গোলে। শেষ দুই ম্যাচে তারা মোট দশটি গোল হজম করেছে। গোলবারের নিচে দায়িত্ব পালন করা জুলিও সিজারও মন থেকে মেনে নিতে পারছেন না এমন পরাজয়।

গোলরক্ষক তাই নিজের শেষ দেখে ফেলছেন। সিদ্ধান্ত নিয়েছেন তার বুট জোড়া তুলে রাখার। ৩৪ বছর বয়সী সিজার বলেন, ‘এটাই হয়তো আমার শেষ বিশ্বকাপ।’

ব্রাজিলের হয়ে ৮৭ ম্যাচে গোলবার আগলে রাখা সিজার আরো বলেন, ‘পরের বছর ২০১৫ তে আমি হয়তো কোপা আমেরিকায় খেলতে পারি। তখন আমার বয়স হবে ৩৫ বছর। আর তখনই আমি অবসর নেওয়ার সিদ্ধান্ত নেব। ২০১৮ সালের বিশ্বকাপে খেলার কথা মাথায়ই আনতে চাইনা।’

টরেন্টো এফসি’তে ধারে খেলা সিজার তার উত্তরসূরি রয়েছে বলে বিশ্বাস করেন। তিনি বলেন, ‘এবার সময় এসেছে অন্য গোলরক্ষকদের সুযোগ করে দেওয়ার। আমার মনে হয় সাত-আটজন গোলরক্ষক রয়েছে ব্রাজিলের জার্সি গায়ে খেলার যোগ্য হিসেবে।’

২০০৪ সালে ব্রাজিল জাতীয় দলের হয়ে অভিষিক্ত হন সিজার। ইন্টার মিলানের হয়ে তিনি ২২৮ ম্যাচ গোলবারের নিচে দায়িত্ব পালন করেছেন। তিনি বিভিন্ন ক্লাবের হয়ে ৩৮৯টি ম্যাচ খেলেছেন। ২০০৬, ২০১০ এবং ২০১৪ সালের বিশ্বমঞ্চে তিনি ব্রাজিলের হয়ে মাঠে নেমেছেন। এছাড়া সেলেকাওদের হয়ে ২০০৩, ২০০৯ এবং ২০১৩ সালের কনফেডারেশন কাপে ব্রাজিলের অন্যতম ভরসার প্রতিক হয়ে ছিলেন সিজার।

(ওএস/পি/জুলাই ১৩,২০১৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test