E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

তিন বছর পর ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে আন্দ্রে রাসেল

২০১৮ জুলাই ১৭ ১৪:৩৯:০০
তিন বছর পর ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে আন্দ্রে রাসেল

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের জন্য সুখবর, দুশ্চিন্তার বাংলাদেশের জন্য। দীর্ঘ তিন বছর পর ক্যারিবীয়দের ওয়ানডে দলে জায়গা ফিরে পেয়েছেন মারকুটে অলরাউন্ডার আন্দ্রে রাসেল। তবে বিস্ময়কর খবর হলো, বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে নেই দলের নিয়মিত সদস্য মারলন স্যামুয়েলস। নেই অলরাউন্ডার কার্লোস ব্রেথওয়েটও।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্দ্রে রাসেল সর্বশেষ ওয়ানডে খেলেছেন সেই ২০১৫ সালের নভেম্বরে। কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি এক উইকেটে হেরেছিল তার দল। এরপর ডোপ পজিটিভ হয়ে একটি বছর নিষিদ্ধ ছিলেন এই অলরাউন্ডার। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরতে ফিরতে কেটে গেছে তিনটি বছর।

জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ দলে ছিলেন। কিন্তু পরে নাম প্রত্যাহার করে নেন আন্দ্রে রাসেল। এরপর ঘরোয়া লিগেই সময় দিয়েছেন। সর্বশেষ খেলেছেন সুপার ৫০ চ্যাম্পিয়নশিপে।

২০১৯ বিশ্বকাপ সামনে। এক বছরও বাকি নেই। আসন্ন সিরিজটি থেকেই বিশ্বকাপের প্রস্তুতিপর্ব শুরু করতে চায় ওয়েস্ট ইন্ডিজ। দলের হেড কোচ স্টুয়ার্ট ল তাই ৩০ বছর বয়সী রাসেলকে দলে পেয়ে ভীষণ খুশি। তিনি বলেন, 'আমাদের ২০১৯ বিশ্বকাপের প্রস্তুতি শুরু হবে এই সিরিজ দিয়ে। খেলোয়াড়দের জন্য সুযোগ দলে জায়গা পাকা করে নেয়ার। আন্দ্রে রাসেলের ফেরাটা ভালো খবর। তার বিধ্বংসী পাওয়ার আর এনার্জি এই দলটিতে প্রাণ দেবে।'

(ওএস/এসপি/জুলাই ১৭, ২০১৮)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test