E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধোনিকে ব্যাটিং স্টাইল বদলানোর পরামর্শ গাঙ্গুলির

২০১৮ জুলাই ১৯ ১৩:৫০:১৩
ধোনিকে ব্যাটিং স্টাইল বদলানোর পরামর্শ গাঙ্গুলির

স্পোর্টস ডেস্ক : ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি কি নিজের শেষ ওয়ানডেটা খেলে ফেললেন? এ নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, তখন আরেক সাবেক অধিনায়ক এবং বর্তমানে ক্রিকেট প্রশাসক সৌরভ গাঙ্গুলি কথা বললেন ধোনির ব্যাটিং পজিশন এবং স্টাইল নিয়ে। ভারতীয় ব্যাটিং লাইনআপে এখন ৪ নম্বর স্থানটি নিয়ে বেশ চিন্তায় রয়েছে টিম ম্যানেজমেন্ট। সৌরভ গাঙ্গুলি পরামর্শ দিলেন, চার নম্বরে লোকেশ রাহুলকে খেলাতে এবং ধোনিকে পরামর্শ দিলেন ৬ নম্বর পজিশন নিয়ে ভাবতে। একই সঙ্গে ব্যাটিং স্টাইল বদলানোরও পরামর্শ দিলেন তিনি।

ইংল্যান্ডে ক্রিকেট বিশ্বকাপের আর মাত্র দশ মাস বাকি। ওয়ানডে বিশ্বকাপে ভারতীয় দলে থাকতে হলে, নিজের ব্যাটিং স্টাইল বদলাতে হবে ধোনিকে- এমন প্রেসক্রিপশনই দিয়ে গেলেন কলকাতার মহারাজ। ইংল্যান্ডে ভারতের ওয়ানডে সিরিজ হারের পর টিম ম্যানেজমেন্ট এবং ক্রিকেটারদের উদ্দেশ্যে এভাবেই চরম বার্তাটি দিয়ে দিলেন সৌরভ গাঙ্গুলি।

ধারাভাষ্য দেয়ার জন্য এখন ইংল্যান্ডে রয়েছেন সৌরভ। সেখানেই ওয়ানডে সিরিজে দলের এমন বাহে পারফরম্যান্সের পোস্টমর্টেম করতে গিয়ে বলেছেন, ‘যদি ধোনি বিশ্বকাপে খেলতে চায়, তাহলে তাকে এমন জায়গায় নামতে হবে, যেখানে ব্যাট চালিয়ে খেলতে পারবে। যদি ২৪-২৫ ওভারে নামে, তা হলে ইনিংস গড়ার দায়িত্ব নিতে হবে ধোনিকে। যেটা এই মুহূর্তে পারছে না সে।’

ইংল্যান্ডে ধোনির স্লো ব্যাটিং সমালোচিত হয়েছে। এ জন্য লর্ডসে দর্শকদের বিদ্রুপও শুনতে হয়েছে তাকে। লিডসে সিরিজের শেষ ম্যাচেও ব্যাটিংয়ে ভুমিকা রাখতে পারেননি। সৌরভ অবশ্য ধোনির প্রত্যাবর্তন নিয়ে আশাবাদী। তার সাফ কথা, ‘ধোনি নিশ্চয়ই ঘুরে দাঁড়াতে পারবে। কারণ ও বড় ক্রিকেটার। ভারতের হয়ে অনেক কিছু করেছে।’ সঙ্গে এটাও যোগ করেন, ‘এখন ধোনি সেটা করতে পারছে না। যে অবস্থাটা এক বছরের বেশি সময় ধরে চলছে। যদিও ওর হাতে এখনও এক বছর আছে।’

ধোনিকে ছয় নম্বরে চান সৌরভ। শুধু সৌরভই নন, বিরাট কোহলির দলের ব্যাটিং অর্ডার নিয়েও প্রশ্ন তুলেছেন সৌরভ। সবচেয়ে অনিশ্চিত চার নম্বর জায়গাটা। বিশ্বকাপে শেষ পর্যন্ত কে চার নম্বরে ব্যাট করতে নামবেন, তা নিয়ে টানাপোড়েন চলছে। চার নম্বর ব্যাটিং অর্ডার নিয়ে সৌরভের পরামর্শ, ‘চোখ বন্ধ করে আমি রাহুলকে চারে দেখতে চাই। আপনার আপার অর্ডারের চার জন সেরাই হতে হবে এবং ওদের উপর ভরসা রাখতে হবে। রাহুলকে বলা উচিত, তোমাকে আমরা আরও ১৫টা ম্যাচে সুযোগ দিলাম।’

রাহুলের সঙ্গে আজিঙ্কা রাহানেকেও ওয়ানডে দলে দেখতে চান সৌরভ। তিনি বলে দিয়েছেন, ‘আমরা মনে হয়, দুজন ভালো ব্যাটসম্যানকে (রাহুল ও রাহানে) ঠিক ভাবে দেখা হচ্ছে না। আমি বলছি না, এটা ইচ্ছাকৃত। তবে আমার মতে এই দুজন ব্যাটসম্যানকেই চার নম্বরে ব্যবহার করা উচিত। তা হলে বিরাট আর রোহিত শর্মার উপর থেকে চাপ কমবে।’

(ওএস/এসপি/জুলাই ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test