E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ফাইনাল নিয়ে যত টুইট

২০১৪ জুলাই ১৪ ০১:৩৫:১৬
ফাইনাল নিয়ে যত টুইট

স্পোর্টস ডেস্ক : রাজনীতির মাঠ কিংবা অভিনয়ের মঞ্চ থেকে শুরু করে সাহিত্যিকের কলম সবার ভাবনায় এখন ২০১৪ ফুটবল বিশ্বকাপের ফাইনাল।

রবিবার বাংলাদেশ সময় রাত ১টায় শিরোপা লড়াইয়ে মাঠে নামবে দুই ফুটবল জায়ান্ট জার্মানি ও আর্জেন্টিনা। উত্তেজনার রেনু ছড়ানো এই ম্যাচটি নিয়ে বিশ্বের বিভিন্ন অঙ্গনের সেলিব্রেটিরা কে কী ভাবছেন। আসুন তার কিছুটা জেনে নেই-

শাকিরা, কলম্বিয়ান পপ গায়িকা:
‘আমি পল দ্য অক্টোপাসের সাহায্য চাইতাম। কিন্তু সে ইতিমধ্যেই মারা গেছে। সুতরাং এই ফাইনাল নিয়ে আগেভাগে কোনোকিছু বলতে পারছি না আমি।’

লুসিও, ব্রাজিল ফুটবল দলের সাবেক অধিনায়ক:
‘আমি বিশ্বকাপ ফাইনালে জার্মানিকে সাপোর্ট করব। প্রথম জার্মানিতে আমার অনেক কাছে বন্ধু আছে। দ্বিতীয়ত, আমার ছেলে জার্মানিকে অনেক পছন্দ করে। কেননা সেখানে অনেক সময় কাটিয়েছি আমরা। আমার ধারণা আজ ৩-১ ব্যবধানে জয় পাবে জার্মানরা।’

কার্লোস সান্তানা, মেক্সিকান-আমেরিকান গায়ক:
‘আমার মনে হয় আজ জার্মানি জিতবে। যদিও আমেরিকা মহাদেশে বাস করায় আমি চাইব আর্জেন্টিনা জিতুক। কিন্তু এটা সম্ভবত ঘটবে না।’

মাইকেল ভন, ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার:
‘জার্মানি ৩-১ ব্যবধানে জিতবে। মাঝমাঠের শক্তি ও থমাস মুলার দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেবে। তবে মেসিও একটি গোল করতে পারে।’

(ওএস/অ/জুলাই ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test