E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

একাধিক সুযোগের সমাধিতে অতিরিক্ত সময়ের খেলা চলছে

২০১৪ জুলাই ১৪ ০৩:১৭:০৯
একাধিক সুযোগের সমাধিতে অতিরিক্ত সময়ের খেলা চলছে

স্পোর্টস ডেস্ক, ঢাকা : আর্জেন্টিনা ও জার্মানি ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছে। ম্যাচের পুরো ৯০ মিনিট আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে একাধিক গোল করার সুযোগ পেয়েছিল দু’দলই। কিন্তু শেষ পর্যন্ত গোলশূন্য ফলাফলে ৯০ মিনিট শেষ করে মেসি-মুলাররা। ফলে অতিরিক্ত সময়ে গড়াল ফাইনাল।

ম্যাচের ১৩ মিনিটে মুলারের দারুণ এক ক্রসে মিরোস্লাভ ক্লোসা যদি মাথা ছোঁয়াতে পারতেন তাহলে হয়তো ১-০ তে এগিয়ে যেতে পারতো জার্মানি।

২১ মিনিটের মাথায় জার্মানির জালে বল জড়ানোর দারুণ একটি সুযোগ পেয়েছিলেন গঞ্জালো হিগুয়েইন। বল ক্লিয়ার করতে গিয়ে হিগুয়েইনের পায়েই বল তুলে দিয়েছিলেন টনি ক্রুস। কিন্তু সামনে শুধু গোলরক্ষক থাকলেও কাঙ্ক্ষিত লক্ষ্যে শট নিতে পারেননি তিনি।

৩০ মিনিটের মাথায় ভালো একটি সুযোগ তৈরি করে আর্জেন্টিনা। এজেকুয়েল লাভেজ্জি জার্মানির জালে জড়ান বল। কিন্তু সহকারী রেফারি উচিয়ে রেখেছিলেন অফসাইডের পতাকা।

৩৭ মিনিটে জার্মান তারকা আন্দ্রে শুরলের দারুণ এক শট রুখে দেন আর্জেন্টিনার গোলরক্ষক সার্জিও রোমেরো।

৪০ মিনিটে লিওনেল মেসিও পেয়েছিলেন গোল করার দারুণ সুযোগ। কিন্তু গোললাইনের একেবারে সামনে থেকে বল বিপদমুক্ত করেন জার্মান ডিফেন্ডার জেরোমে বোয়েটাং।

দ্বিতীয়ার্ধেও প্রথমার্ধের মতো বেশ কয়েকবার গোলের সুযােগ আসলেও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি জার্মানি কিংবা আর্জেন্টিনার কোনো খেলোয়াড়।

অতিরিক্ত সময়ের খেলা শুরুর পরেও শিরোপা জয়ের জন্য সেই প্রত্যাশিত গোলের জন্য মরিয়া হয়ে ওঠেছে দল দুটি।

ব্রাজিলের রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে এ ফাইনাল ম্যাচ শুরু হয়েছে বাংলাদেশ সময় রোববার রাত ১টায়।

এ নিয়ে তৃতীয়বারের মত বিশ্বকাপের ফাইনালে দেখা হচ্ছে তাদের।

আর্জেন্টিনা: সার্জিও রোমেরো (গোলরক্ষক), মার্টিন ডেমিচেলিস, এজেকুয়েল গ্যারে, পাবলো জাবালেতা, মার্কোস রোহো, হাভিয়ের মাশ্চেরানো, এনজো পেরেজ, লুকাস বিগলিয়া, লিওনেল মেসি, এজেকুয়েল লাভেজ্জি ও গঞ্জালো হিগুয়েন।

জার্মানি: ম্যানুয়েল ন্যয়ার (গোলরক্ষক), বেনেডিক্ট হাওয়েডস, ম্যাট হামেলস, ফিলিপ লাম, জেরোমি বোয়াটেং, সামি খেদিরা, বাস্তিয়ান শোয়েন্সটেইগার, টুনি ক্রুস, মেসুত ওজিল, থমাস মুলার ও মিরোস্লাভ ক্লোসা।

(ওএস/পি/জুলাই ১৪,২০১৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test