E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রোনালদোর পর ইতালিতে যাচ্ছেন মেসিও!

২০১৮ জুলাই ২৫ ১৬:১৩:৪৬
রোনালদোর পর ইতালিতে যাচ্ছেন মেসিও!

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ শেষ হওয়ার আগেই দলবদলের বাজার চাঙ্গা করে তুলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদ ছেড়ে তার জুভেন্টাসে যোগ দেয়ার ঘটনা ছিল বিশ্বকাপ ছাড়া রোনালদোর দলবদলের ঘটনা। রিয়ালের সঙ্গে ৯ বছরের সম্পর্ক ছেড়ে জুভেন্টাসে রোনালদোর যোগ দেয়া চাট্টিখানি কথা নয়।

রোনালদোর রিয়াল মাদ্রিদে যাওয়ার পর ভাবা হয়েছিল, সম্ভবত লিওনেল মেসির সঙ্গে দ্বৈরথটা শেষ হয়ে গেলো তার। প্রায় এক দশক ধরে দুই বিশ্বসেরা ফুটবলারের যে জমজমাট দ্বৈরথ ছিল সেই লড়াইয়ের দিন শেষ! তবে যারা এমনটা ভেবেছিলেন, তাদের ধারণা সম্ভবত মিথ্যা প্রমাণিত হতে যাচ্ছে। কারণ, ফুটবল বিশ্বে গুঞ্জন শুরু হয়েছে, লিওনেল মেসিও রোনালদোর দেখানো পথ ধরে যেতে চলেছেন ইতালিয়ান সিরি-এ লিগে। ইতালিয়ান ক্লাব ইন্টারমিলানই চেষ্টা করছে লিওনেল মেসিকে নিয়ে যাওয়ার।

রোনালদোকে জুভেন্টাস কিনে নেয়ার জবাব হিসেবে নাকি মেসিকে কেনার জন্য উঠেপড়ে লেগেছে ইন্টার মিলান। লিওনেল মেসির রিলিজ ক্লজ ৭০০ মিলিয়ন ইউরো (প্রায় ৭ হাজার কোটি টাকা) পরিশোধ করেই তাকে কেনার চেষ্টা করছে ইন্টার মিলান। যা জানার পর থেকে রীতিমতো হইচই শুরু হয়ে গেছে ফুটবলবিশ্বে। ফুটবলের ইতিহাসে এবার অন্যতম সেরা তারকা-যুদ্ধ দেখার আশায় সোশ্যাল নেটওয়ার্কে ঝড় তুলে দিয়েছেন ফুটবলপ্রেমিরা।

রোনালদো আসার পর তুরিনের জুভেন্টাসের বৃহস্পতি যেন তুঙ্গে। একা রোনালদোই ক্লাবের ভেতরের চিত্রটা পুরোপুরি পাল্টে দিয়েছেন। প্রতিদ্বন্দ্বী ক্লাবের এই ঈর্ষণীয় ট্রান্সফার দেখেই মাঠে নেমেছে ইন্টার মিলান। জানা গেছে, ইন্টার মিলারে প্রধান স্পনসর পিরেল্লির কর্ণধার জানিয়েছেন, মেগা তারকাকে সই করিয়ে চমক দিতে চলেছে তারা।

রোনালদোর সঙ্গে মাদ্রিদের সম্পর্ক নয় বছর। আর মেসি ক্লাব কেরিয়ারের শুরু থেকেই খেলেছেন বার্সেলোনায়। তাই বার্সা অনুরাগীরা মেসির ইন্টারে যোগ দেওয়ার জল্পনায় একটুও চিন্তিত নয়! সে সঙ্গে শেষবার রেকর্ড অর্থের বিনিময়ে নেইমারকে পিএসজিতে বিক্রি করে দেওয়ার পর দলের সেরা তারকা লিওনেল মেসিকে ট্রান্সফারে দিতে রাজি হবে না বার্সা। এই দুই যুক্তির জন্য মেসি ভক্তরা মনে করছে মিলান টাকার থলি দেখিয়ে বাজিয়ে দেখলে দেখতে পারে। তবে কোনোভাবেই বার্সা ছাড়বেন না আর্জেন্টাইন রাজপুত্র। অঘটনের ইঙ্গিত তাই উড়িয়ে দিচ্ছেন বার্সার সমর্থকরা।

ইতালির সংবাদমাধ্যমে এক রহস্যময় মন্তব্য করে গুঞ্জনটা উস্কে দিয়েছেন সে দেশের বাণিজ্যিক সংস্থা পিরেল্লির পরিচালক মার্কো ত্রনচেত্তি প্রোভেরা। যার প্রতিষ্ঠান ইন্টার মিলানের অন্যতম প্রধান স্পন্সরও বটে। তিনি বলেন, ‘মেসিকে কী করে উপেক্ষা করব? মালিকপক্ষ রাজি হয়ে গেলেই বড় কাউকে সই করানো যাবে।’ প্রোভেরা এই কথা বলার পর থেকেই রোনালদো-মেসির ফের একই লিগে খেলা নিয়ে গুঞ্জন শুরু হয়ে গেছে।

আবার তুতোস্পোর্ট নামে ইতালির এক পত্রিকার ফ্রন্টপেজে রোনালদো-মেসির ছবি দিয়ে দাবি করা হয়েছে, মেসিকে সিরি-এ তে নিয়ে আসার। বলা হচ্ছে, ইন্টার মিলান ক্লাবের স্পনসররা মেসিকে কেনার জন্য বড় অঙ্কের প্রস্তাব দিতে চলেছেন। যদি ইন্টার এমন প্রস্তাব দেয় আর বার্সেলোনা মেসিকে ছেড়ে দিতে রাজি থাকে, তবে সিরি এ-তে দেখা যাবে এই প্রজন্মের দুই সেরা ফুটবলারের লড়াই।

ইন্টার এবার যেহেতু চ্যাম্পিয়ন্স লিগে ফিরে এসেছে, তাই এবার তারা এমন দল গড়তে চায়, যা নিয়ে ইউরোপসেরা হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে যেতে পারবে তারা। তার ওপর রোনালদো জুভেন্টাসে যোগ দেওয়ায় তাকে টক্কর দেওয়ার মতো যোগ্য ফুটবলার খোঁজাই স্বাভাবিক প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলোর পক্ষে। এ ভাবনা থেকেই মেসির ইন্টার মিলানে আসা নিয়ে গুঞ্জনই এখন সবচেয়ে বেশি ইউরোপিয়ান ফুটবলে।

(ওএস/এসপি/জুলাই ২৫, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test