E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এক পোস্টেই ৬৩ কোটি টাকা আয়!

২০১৮ জুলাই ২৮ ১৪:৪১:২৬
এক পোস্টেই ৬৩ কোটি টাকা আয়!

স্পোর্টস ডেস্ক : বিশ্বের সেরা ক্রীড়াবিদরা নিজেরাই একেকজন এক একটি ব্র্যান্ড। বিশ্বের বড় ব্র্যান্ডের মতো তাদের নাম, পরিচয়ের মূল্যও আকাশ ছোঁয়া। যার প্রমাণ আরো একবার মিললো ফক্স স্পোর্টসের এক প্রতিবেদনে।

যেখানে জানা গিয়েছে শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রাম থেকেই লক্ষ লক্ষ টাকা আয় করেন বিশ্বের উপরের সারির ক্রীড়াবিদেরা। ইন্সটাগ্রাম থেকে প্রাপ্ত আয়ে সবার উপরে পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। তালিকার প্রথম তিনের বাকি দুইজন ব্রাজিলের নেইমার জুনিয়র ও আর্জেন্টিনার লিওনেল মেসি।

ইনস্ট্রাগ্রামের প্রতিটি পোস্ট থেকে বাংলাদেশি টাকায় প্রায় ৬৩ কোটি টাকার বেশি (সাড়ে ৭ লক্ষ ইউএস ডলার) আয় করেন রোনালদো। নেইমারের আয় হয় প্রায় ৫০ কোটি টাকা (৬ লক্ষ ইউএস ডলার)। তিনে থাকা মেসির প্রতি পোস্টে আয় হয় প্রায় ৪২ কোটি টাকা (৫ লক্ষ ইউএস ডলার)।

দশজনের তালিকায় একমাত্র ক্রিকেটার ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। প্রতি পোস্ট থেকে তার একাউন্টে জমা হয় প্রায় ১০ কোটি টাকার বেশি (১ লক্ষ ২০ হাজার টাকা)।

ইনস্টাগ্রাম থেকে প্রাপ্ত আয়ে শীর্ষ দশ ক্রীড়াবিদের তালিকা :
১. ক্রিশ্চিয়ানো রোনালদো – প্রায় ৬৩ কোটি টাকা (৭ লক্ষ ৫০ হাজার ইউএস ডলার)
২. নেইমার জুনিয়র – প্রায় ৫০ কোটি টাকা (৬ লক্ষ ইউএস ডলার)
৩. লিওনেল মেসি – প্রায় ৪২ কোটি টাকা (৫ লক্ষ ইউএস ডলার)
৪. ডেভিড ব্যাকহাম – প্রায় ২৫ কোটি টাকা (৩ লক্ষ ইউএস ডলার)
৫. গ্যারেথ বেল – প্রায় ১৫ কোটি টাকা (১ লক্ষ ৮৫ হাজার ইউএস ডলার)
৬. জ্বলাতান ইব্রাহিমোভিচ – প্রায় ১৪ কোটি টাকা (১ লক্ষ ৭৫ হাজার ইউএস ডলার)
৭. লুইস সুয়ারেজ – প্রায় ১২ কোটি টাকা (১ লক্ষ ৫০ হাজার ইউএস ডলার)
৮. কনর ম্যাকগ্রেগর – প্রায় ১০ কোটি টাকা (১ লক্ষ ২৫ হাজার ইউএস ডলার)
৯. বিরাট কোহলি – প্রায় ১০ কোটি টাকা (১ লক্ষ ২০ হাজার ইউএস ডলার)
১০. স্টিফেন কাড়ি – প্রায় ৯ কোটি টাকা (১ লক্ষ ১০ হাজার ডলার)

(ওএস/এসপি/জুলাই ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test