E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেসি গোল্ডেন বলের যোগ্য ছিলেন না : ম্যারাডোনা

২০১৪ জুলাই ১৪ ১৭:৫৭:১৮
মেসি গোল্ডেন বলের যোগ্য ছিলেন না : ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক, ঢাকা : দিয়েগো ম্যারাডোনা মনে করেন, আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি বিশ্বমঞ্চের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল পাওয়ার যোগ্য ছিলেন না।

ম্যারাডোনার মতে, এবারের বিশ্বকাপে মেসি ছাড়াও গোল্ডেন বল জেতার দৌড়ে ছিলেন জার্মানির থমাস মুলার, নেদারল্যান্ডসের আরিয়েন রোবেন ও কলম্বিয়ার জেমস রদ্রিগেজ। তাদের পাশ কাটিয়ে মেসির হাতে এ পুরস্কার দেওয়াকে তিনি ফিফা’র বাণিজ্যিক কারণ হিসেবে দেখছেন।

তিনি বলেন, ‘মেসি? যদি সম্ভব হত মেসির হাতে আমি স্বর্গ তুলে দিতাম। কিন্তু যার যা প্রাপ্য তা থেকে কাউকে বঞ্চিত করা ঠিক নয়। আমার মনে হয়, কিছু কিছু বাণিজ্যিক কারণ থাকার কারণে মেসিকে গোল্ডেন বল দেয়া হয়েছে।’

আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক এ কোচ বলেন, ‘আমি আমার দেশের জন্য দুঃখিত। মারিও গোৎজের গোলটি আমাকে কষ্ট দিয়েছে। ফাইনালে হেরে যাওয়ায় অনেক দুঃখ পেয়েছি।’

দেশের হয়ে ৯১ ম্যাচে ৩৪ গোলের মালিক আরো বলেন, ‘আমার মনে হয় আর্জেন্টিনার পেনাল্টি পর্যন্ত যাওয়া উচিৎ ছিল। সবকিছু এক করা হলে দেখা যাবে, আর্জেন্টিনার ডিফেন্সে ভুল বোঝাবুঝির কারণে জার্মানি গোল পেয়েছে।’

১৯৮৬’র বিশ্বকাপ জয়ী ম্যারাডোনা দ্বিতীয়ার্ধে ইজিকুয়েল লাভেজ্জিকে তুলে নেয়া এবং আগুয়েরোকে মাঠে নামানোর জন্য বর্তমান কোচ স্যাবেলার সিদ্ধান্তকে ভুল ছিল বলে জানান।

(ওএস/পি/জুলাই ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test