E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিশ্বকাপের সেরা একাদশে মেসি-নেইমার

২০১৪ জুলাই ১৪ ১৮:৫৬:০২
বিশ্বকাপের সেরা একাদশে মেসি-নেইমার

স্পোর্টস ডেস্ক, ঢাকা : লিওনেল মেসি ব্রাজিল বিশ্বকাপ-২০১৪ আর্জেন্টিনাকে জেতাতে পারেননি৷ দেশের মাঠে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন নেইমারও৷ জার্মানির কাছে সাত গোল খেয়ে গোটা বিশ্বকে লজ্জা উপহার দিয়েছে ব্রাজিল৷

এই দুই দেশের দুই সুপারস্টার ফিফার সেরা একাদশে জায়গা করে নিয়েছেন৷ ফিফার সেরা একাদশে জায়গা করে নিয়েছেন কলম্বিয়ার তরুণ প্রতিভাধর ফুটবলার জেমস রড্রিগেজ৷ দলে রয়েছেন ডাচ সুপারস্টার আর্জেন রবেন৷ জার্মানির তারকা মিডফিল্ডার থমাস মুলার৷

তবে গোটা বিশ্বকাপে দুরন্ত গোলরক্ষা করলেও জায়গা করতে পারেননি জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল নুয়ার৷ ফিফা নির্বাচিত দলটি হলো : ক্লেয়ার নাভাস (কোস্টারিকা) রক্ষণ : স্টেফান ডি ভিরিজ (নেদারল্যান্ডস), রন ভ্লার (নেদারল্যান্ডস), রাইট ব্যাক : ফিলিপ লাম (জার্মানি), লেফট ব্যাক : ডেলে ব্লাইন্ড (নেদারল্যান্ডস )৷

রক্ষণাত্মক মিডফিল্ডার : জাভিয়ার মাসচেরানো (আর্জেন্টিনা)৷ আক্রমণাত্মক মিডফিল্ডার জেমস রড্রিগেজ (কলম্বিয়া), থমাস মুলার (জার্মানি), আর্জেন রবেন (নেদারল্যান্ডস)৷ ফরোয়ার্ড লিওনেল মেসি (আর্জেন্টিনা), নেইমার (ব্রাজিল)৷

(ওএস/পি/জুলাই ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test