E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাকিস্তান বধে প্রধানমন্ত্রীর উৎফুল্ল প্রতিক্রিয়া

২০১৮ সেপ্টেম্বর ২৭ ১২:৫৪:২২
পাকিস্তান বধে প্রধানমন্ত্রীর উৎফুল্ল প্রতিক্রিয়া

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রিকেট খেলা পছন্দ করেন। আর দশজন সমর্থকের মতো বাংলাদেশের জয়ের আনন্দে আবেগে ভাসেন তিনিও।

চলতি এশিয়া কাপ ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের বিজয়ে উৎফুল্ল প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। দলকে জানিয়েছেন শুভকামনা।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগদানের জন্য বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেই দলের জয়ে একাত্মতা প্রকাশ করেন তিনি। মাশরাফিদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি পাকিস্তানের বিরুদ্ধে আজকের জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানাই। আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি, জয়ের যে ধারা শুরু হয়েছে তা যেন অব্যাহত থাকে।’

পাকিস্তানের বিপক্ষে এই জয়ের পর বিজয়সূচক ‘ভি সাইন’ প্রদর্শণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আগামীতেও এমনি অনেক বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হবে ইনশাল্লাহ। এই বিজয় আমাদের।’

প্রসঙ্গত, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে কার্যত সেমিফাইনালে পরিণত হওয়া ম্যাচে দু’বারের চ্যাম্পিয়ন পাকিস্তানকে ৩৭ রানে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। শুক্রবার তারা শিরোপা লড়াইয়ে নামবে ভারতের বিপক্ষে।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test