E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আরিফুলের ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি

২০১৮ অক্টোবর ০২ ১৫:৩৯:৩৪
আরিফুলের ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলে এখনও নিয়মিত নন। মাত্র ৬টি টি-টোয়েন্টি খেলেছেন। ওয়ানডে অভিষেক হয়নি, টেস্ট তো আরও দূরে। তবে নির্বাচকদের নজরের মধ্যেই থাকছেন আরিফুল হক। সামনে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ। এমন সময়ে ন্যাশনাল ক্রিকেট লিগে (এনসিএল) দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি হাঁকালেন ২৬ ছুুঁইছুুঁই মিডল অর্ডার এই ব্যাটসম্যান।

এটি আরিফুলের ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে ডানহাতি এই ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংসটি ছিল ১৬২ রানের।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বরিশাল আর রংপুর বিভাগের মধ্যে ম্যাচ চলছে। ম্যাচের দ্বিতীয় দিনে এই ডাবল ছুঁয়েছেন রংপুরের আরিফুল। ৩২৫ বল মোকাবেলায় ২১ চার আর ৪ ছক্কায় ২৩১ রানের ইনিংস খেলে সোহাগ গাজীর শিকার হয়েছেন তিনি।

আরিফুলের এই ডাবল সেঞ্চুরিতে ভর করে রানের পাহাড়েই চড়েছে রংপুর বিভাগ। ১৪৫.২ ওভারে ৫০২ রান করে অলআউট হয়েছে তারা। আরিফুল ছাড়াও নাঈম ইসলাম ৯২ আর ওপেনার জাহিদ জাভেদ করেন ৬২ রান। শেষদিকে সোহরাওয়ার্দি শুভ করেছেন ৪৫।

বরিশাল বিভাগের পক্ষে বল হাতে সবচেয়ে সফল মনির হোসেন খান। ১২৮ রান খরচায় ৩টি উইকেট নেন তিনি। ১৪২ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন সোহাগ গাজীও।

(ওএস/এসপি/অক্টোবর ০২, ২০১৮)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test