Pasteurized and Homogenized Full Cream Liquid Milk
E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

চাপে নয়, নিজ ইচ্ছায় এশিয়া কাপ খেলেছে সাকিব : পাপন

২০১৮ অক্টোবর ০৯ ১৪:৪৫:৫১
চাপে নয়, নিজ ইচ্ছায় এশিয়া কাপ খেলেছে সাকিব : পাপন

স্টাফ রিপোর্টার : ‘আরে সাকিব তো খেলতেই চাননি। বলেছিলেন এশিয়া কাপ না খেলে বাঁ-হাতের কনিষ্ঠা আঙ্গুলে সার্জারি করাতে; কিন্তু বিসিবি, বিশেষ করে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের অনুরোধ সিদ্ধান্ত পাল্টে এশিয়া কাপ খেলতে গেছেন এবং বিশ্রাম না নিয়ে এশিয়া কাপ খেলার কারণেই আঙ্গুলে এতবড় ইনফেকশন। এখন সেই ইনফেকশন তার আঙ্গুলের বারোটা বাজিয়ে দিয়েছে। অন্তত আড়াই থেকে তিন মাস খেলতে পারবেন না। তারপরও আঙ্গুল সম্পূর্ণ ভালো হবে না। মোটকথা, ইচ্ছার বিরুদ্ধে এশিয়া কাপ খেলতে গিয়েই কঠিন ইনজুরির শিকার সাকিব। কার দোষে সাকিবের এ অবস্থা? এ দায় কি বোর্ডের, বিসিবি বিগ বস নাজমুল হাসান পাপনের? নাকি টিম ম্যানেজমেন্ট বা ফিজিও থিহান চন্দ্রমোহনের?’

ভক্ত এবং সমর্থক মহলে রাজ্যের ক্ষোভ। নানা কৌতুহলি প্রশ্ন। সত্যিই কি পাপনের পিড়াপিড়িতেই এশিয়া কাপে খেলতে মাঠে নেমেছিলেন সাকিব? যার দিকে প্রশ্নর তীর; সেই বিসিবি বিগ বস নাজমুল হাসান পাপন জানিয়ে দিলেন। নাহ; এখানে সে অর্থে কেউ দোষী নয়। কারো চাপে কিংবা অনুরোধে সাকিব এশিয়া কাপ খেলতে নামেনি। সে নিজের ইচ্ছে এবং গরজেই খেলেছে।

আজ (মঙ্গলবার) সকালে গুলশানে নিজ বাসভবনে স্থানীয় প্রচার মাধ্যমের সাথে আলাপে বিসিবি সভাপতি নিজেই এমন কথা জানিয়ে দেন। তিনি বলেন, ‘সাকিবকে ফোর্স করা হয়নি। সে নিজে থেকেই খেলেছে। ডাক্তার এবং ফিজিও- সবার পরামর্শ নিয়েই খেলছে।’

এদিকে পাপন আরও একটি কথা বলেছেন। যার সাথে মিলে গেছে বিসিবি প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর বক্তব্যও। সাকিবের আঙ্গুলের এমন করুণ অবস্থার জন্য দায়ী কে বা কারা? ফিজিও চন্দ্রমোহন কি করলেন, তিনি কি টের পাননি সাকিবের আঙ্গুলের অবস্থা খারাপ? এমন প্রশ্নের মুখোমুখি হয়ে দেবাশীষ চৌধুরী আগেই জাগো নিউজকে জানিয়েছিলেন, ‘আসলে কেউ দায়ী নয়। যে ব্যাকটেরিয়ার কারণে সাকিবের আঙ্গুলে এই ইনফেকশন, আসল দায়ী ব্যাকটেরিয়া জনিত সমস্যা। যে কারণে সংক্রমণ হয়ে গেছে আঙ্গুলে।’

আজ সাংবাদিকদের সাথে সাকিকেবর ইনফেকশন নিয়ে কথা বলতে গিয়ে নাজমুল হাসান পাপনও প্রায় একই সুরে কথা বলেছেন। তার ব্যাখ্যা, ‘এশিয়া কাপ খেলতে গিয়েই এমন হয়েছে- এরকম কিছু না।’

তার মানে পাপন বোঝাতে চেয়েছেন আসল সমস্যা হয়েছে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণেরর জন্য। ওই ব্যাকটেরিয়াই আঙ্গুলে ইনফেকশনের জন্ম দিয়েছে। এশিয়া কাপ খেলার কারণেই তা হয়নি।

(ওএস/এসপি/অক্টোবর ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

২০ মে ২০১৯

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test