E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

২০১৮ অক্টোবর ২৬ ১৪:২৪:২৬
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে টসে জিতেছে বাংলাদেশ। টসে জিতে প্রথমে ফিলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। টানা তিনটিতেই টসে জিতেছে বাংলাদেশ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। সিরিজে ২-০ তে এগিয়ে আছে স্বাগতিকরা। আজ জিতলে চতুর্থবারের মত জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করবে লাল-সবুজের প্রতিনিধিরা।

জিম্বাবুয়েরে বিপক্ষে প্রথম দুটি দ্বিপাক্ষিক সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। ২০০১ সালে প্রতিপক্ষের মাঠে গিয়ে ৩-০ এবং পরের বছর ফিরতি সিরিজে একই ব্যবধানে হেরেছিল টাইগাররা। সেই দলটিকেই গত ১১ বছরে তিন বার ধবলধোলাইয়ের লজ্জা দিয়েছে বাংলাদেশ। সবগুলো অবশ্য ঘরের মাটিতে। প্রথমবার ২০০৬-০৭ মৌসুমে। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৫-০ ব্যবধানে জিতেছিল হাবিবুল বাশারের দল। দ্বিতীয়টি ২০১৪ সালে। মাশরাফির নেতৃত্বে সেবারও ৫-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। তার অধিনায়কত্বেই পরের বছর তিন ম্যাচের সিরিজে সবকটি ওয়ানডেতে জেতে টাইগাররা। সংখ্যাটা আজ চারে উন্নীত করার হাতছানি। সুযোগটা কাজে লাগাতে নিশ্চিতভাবেই মুখিয়ে আছে মাশরাফি ব্রিগেড।

আগেই জানানো হয়েছে, জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলে র‌্যাংকিংয়ের এক রেটিং পয়েন্ট বাড়বে বাংলাদেশের। আইসিসির সর্বশেষ র‌্যাংকিং অনুযায়ী ৯২ রেটিং পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে বাংলাদেশ। অর্থাৎ টানা তিন ম্যাচ জয়ের পুরষ্কার স্বরূপ রেটিং পয়েন্ট ৯৩-এ উন্নীত হবে টাইগারদের। ছয়ে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ১০০। তাছাড়া ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। দলের খেলোয়াড়রা কোনোভাবেই চাইবে না আসন্ন সিরিজের আগে নিজেদের ধারাবাহিকতায় ছেদ পড়ুক।

(ওএস/এসপি/অক্টোবর ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test