E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্পেনের কোচ দেল বস্কই

২০১৪ জুলাই ১৮ ১২:৩২:০৫
স্পেনের কোচ দেল বস্কই

স্পোর্টস ডেস্ক : নীররতা ভেঙে সমালোচনার উত্তর দিয়েছেন স্পেনের কোচ ভিসেন্তে দেল বক্স। ব্রাজিল বিশ্বকাপে স্পেন গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ায় তার ব্যাপক সমালোচনা করেছেন নিন্দুকরা। কিন্তু ৬৩ বছর বয়সী এই কোচ সাফ জানিয়ে দিয়েছেন, স্পেনের কোচ হিসেবে আগামী ইউরো চ্যাম্পিয়নশিপ (২০১৬) অবধি দেখা যাবে তাকে।

২০১০ সালে তার অধীনে বিশ্বকাপ জিতেছে স্পেন। কিন্তু এবার বিশ্বকাপে তার ছিটেফোঁটাও খুঁজে পাওয়া যায়নি। তাই গ্রুপ পর্বই পেরুতে পারেনি দলটি। নেদারল্যান্ডসের কাছে ৫-১ আর চিলির কাছে ২-০ গোলে হেরেছে বস্কের দল।

দলের এমন বাজে পারফর্মের পরও পদত্যাগের কোনো ইচ্ছা নেই বক্সের। তার মতে, শুধু দুটি ম্যাচ দিয়ে পুরো দলকে বিবেচনা করা ঠিক হবে না। এর আগে আমরা আরও দারুণ পারফর্ম করেছি। আশা করছি, শিগগিরই আমরা ছন্দে ফিরতে পারব।

২০১৬ সাল নাগাদ বস্ক থাকবেন স্পেনের জাতীয় দলের কোচ হিসেবে। এ ব্যাপারে তিনি বলেছেন, ‘ফেডারেশন চুক্তি নবায়ন করেছে। কারণ ২টি ম্যাচ নয় বরং ছয় বছরের পারফরমেন্স মূল্যায়ন করে এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।’

(ওএস/এইচআর/জুলাই ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test