E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইংল্যান্ডে সর্বাধিক টেস্ট উইকেট শিকারি অ্যান্ডারসন

২০১৪ জুলাই ১৮ ১৩:৩৩:৪১
ইংল্যান্ডে সর্বাধিক টেস্ট উইকেট শিকারি অ্যান্ডারসন

স্পোর্টস ডেস্ক, ঢাকা : ফ্রেড ট্রুম্যানকে টপকে গেলেন জেমস অ্যান্ডারসন৷ বৃহস্পতিবার লর্ডসে শিখর ধাওয়ানকে প্যাভিলিয়নে ফিরিয়ে ইংল্যান্ডের মাটিতে সর্বাধিক টেস্ট উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন জিমি। এতদিন ইংল্যান্ডের মাটিতে সর্বাধিক টেস্ট উইকেট ছিল ট্রুম্যানের৷

ভারতের বিরুদ্ধে ট্রেন্ট ব্রিজে প্রথম টেস্টেই ট্রুম্যানকে (২২৯ টি) ছুঁয়ে ফেলেছিলেন জিমি৷ পঞ্চাশ ও ষাটের দশকের কিংবদন্তি এই পেসারকে টপকে যান অ্যান্ডারসন৷ লর্ডসে ইংল্যান্ডের সফল বোলার তিনি৷ প্রথম ইনিংসে ভারতের নয়টি উইকেটের মধ্যে চারটি তুলে নিয়েছেন ৩১ বছর বয়সী ইংরেজ পেসার৷

ল্যাঙ্কাশায়ারের ডানহাতি পেসারের টেস্ট অভিষেক হয় ঘরের মাঠে ২০০৩-এ৷ প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে শুরুতেই আন্তর্জাতিক ক্রিকেটে সারা ফেল দিয়েছিলেন জিমি৷ টেস্ট ক্যারিয়ারে এখনও পর্যন্ত ১১ বার ইনিংসে পাঁচ বা তাঁর বেশি উইকেট নিয়েছেন অ্যান্ডারসন৷

সাবেক ইংল্যান্ড অলরাউন্ডার ইয়ান বোথামকে আগেই টপকে গিয়েছিলেন জিমি৷ ইংল্যান্ডের মাটিতে বোথামের টেস্ট উইকেটের সংখ্যা ২২৬৷ পাশাপাশি লর্ডসের মাটিতে এখন সর্বাধিক উইকেট সংগ্রহকারী বোলারটির নামও জেমস অ্যান্ডারসন। প্রথম ইনিংসে চার উইকেট পাওয়া অ্যান্ডারসনের লর্ডস হোমগ্রাউন্ডে উইকেট সংখ্যা গিয়ে দাঁড়ালো ৭১-এ।

তিনি টপকে গেলেন সাবেক ইংলিশ অধিনায়ক ও অলরাউন্ডার ইয়ান বোথামকে (৬৯)। এদিকে টেস্টে ইংল্যান্ডের সেরা শিকারের থেকে মাত্র ২০টি উইকেট পিছনে রয়েছেন অ্যান্ডারসন (৩৬৩)৷

৩৮৩টি উইকেট নিয়ে এখনো শীর্ষে রয়েছেন ইয়ান বোথাম৷ জিমির যেই ফর্ম তাতে করে চলতি মৌসুমেই হয়তো টপকে যাবেন বোথামকে।

(ওএস/পি/জুলাই ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test