E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেসিই সেরা, ব্যাখ্যা দিল ফিফা

২০১৪ জুলাই ১৯ ১৯:৩৫:৩২
মেসিই সেরা, ব্যাখ্যা দিল ফিফা

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল লিওনেল মেসির প্রাপ্য না, এমন অভিযোগ করেছেন অনেক ফুটবল বোদ্ধা। তবে, ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপ বলছে, সেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য মেসিই যোগ্য ছিল। আর এর ব্যাখ্যাও দিয়েছে তারা।

গোল্ডেন বলের দৌড়ে মেসির সঙ্গে ছিলেন আরিয়েন রোবেন, জেমস রদ্রিগেজ, থমাস মুলারের মতো ফুটবলাররা। তবে তাদের পিছনে ফেলে গোল্ডেন বলের পুরস্কার জিতে নিয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপের সদস্য হলিয়ের বলেন, ‘আমি বুঝতে পারছি, মেসিকে গোল্ডেন বলের পুরস্কার দেওয়ায় অনেকে বিস্মিত হয়েছেন। কারণ তারা শুধুমাত্র মেসির নক আউট পর্বের খেলাগুলো নিয়ে সমালোচনা করেছেন। আর একই সঙ্গে ফাইনালে মেসির দ্বিতীয়ার্ধের খেলা মনে রেখেছিলেন।’

তিনি আরো বলেন, ‘আমরা মেসির সবগুলো খেলা নিয়ে পর্যালোচনা করেছি। আমাদের বিচারে এটা এসেছে যে, মেসি তার দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দলকে ফাইনালে তুলেছে। এছাড়া মেসি প্রথম চার ম্যাচের চারটিতেই ম্যাচ সেরা হয়েছে।’

ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপের এ সদস্য আরো বলেন, ‘মেসি নেদারল্যান্ডসের বিপক্ষে সেমিফাইনালে চাপকে নিজের কাঁধে নিয়ে প্রথম পেনাল্টিটা নিয়েছিল। আর তা থেকে গোলও আদায় করে নিয়েছিল। সে একটি সংগঠিত দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছে। আর এ প্রভাবগুলোই আমাদের কাছে বড় মনে হয়েছে।’

রোবেন কেন গোল্ডেন বল পেলেন না এ প্রসঙ্গে হলিয়ের বলেন, ‘রোবেন চমৎকার খেলেছে। কিন্তু তিনি মেক্সিকোর বিপক্ষে একটি পেনাল্টি পাওয়ায় যথেষ্ট বিতর্কিত হয়েছেন। সেমিফাইনাল বা কোয়ার্টার ফাইনালে তাকে খুব একটা দায়িত্ব নিয়ে খেলতে দেখা যায়নি।’

রদ্রিগেজ, নেইমার, ডি মারিয়াদের সম্পর্কে তার ভাষ্য, ‘নেইমারের মতো রদ্রিগেজও অনেক আগে বিশ্বমঞ্চ থেকে বিদায় নিয়েছিল। আর্জেন্টাইন ডি মারিয়া যথেষ্ট ভাল খেললেও রদ্রিগেজদের মতোই শিরোপা মিশনে শেষ পর্যন্ত টিকে থাকতে না পারায় তাদের বিবেচনায় আনা হয়নি।’

তার মতে, ‘গোল্ডেন বলের প্রতিদ্বন্দ্বীতায় শুধুমাত্র টিকে ছিলেন থমাস মুলার এবং মেসি। আর আমরা সাতটি ম্যাচের খেলা নিয়ে বিবেচনা করে দেখেছি মেসিই সেরা খেলোয়াড় হওয়ার যোগ্যতা অর্জন করেছে।’

(ওএস/অ/জুলাই ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test