E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরিজ জয়ের মিশনে বাংলাদেশ

২০১৮ ডিসেম্বর ১১ ১৪:৩৮:৪৯
সিরিজ জয়ের মিশনে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : রবিবার সিরিজের প্রথম ওয়ানডেতে হেসেখেলে জয় লাভ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজের করা ১৯৫ রান তাড়া করতে স্বাগতিকদের খেলতে হয়েছে কেবল ৩৫.১ ওভার, বাকি ছিলো ৫টি উইকেট।

তবু সে ম্যাচে চিন্তার জায়গা ছিলো দুইটি। অন্য সব বোলারদের কিপটে বোলিংয়ের দিনে বড্ড খরুচে ছিলেন রুবেল হোসেন। ১০ ওভারে বিলিয়েছিলেন ৬১ রান। আর ব্যাট হাতে মাত্র দ্বিতীয় বলেই বোল্ড হয়ে আউট হয়ে যান ইমরুল কায়েস।

তাই মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচে তাদের নেয়া হবে কি-না এ ব্যাপারে খানিক চিন্তায় ছিলো বাংলাদেশ ভক্ত-সমর্থকরা। টসে হেরে আগে ব্যাটিং পাওয়া বাংলাদেশ দল কোনো পরিবর্তন আনেনি নিজেদের একাদশে। খেলছেন রুবেল ও ইমরুলের দুইজনই।

অন্যদিকে প্রথম ম্যাচে হেরে যাওয়া ক্যারিবীয়রা নিজেদের একাদশে একটি পরিবর্তন এনেছে। অফফর্মে থাকা ওপেনার কিরন পাওয়েলের বদলে তারা দলে নিয়েছে চন্দরপল হেমরাজকে।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : রভম্যান পাওয়েল, মারলন সামুয়েলস, ড্যারেন ব্রাভো, দেবেন্দ্র বিশু, চন্দরপল হেমরাজ, রস্টন চেজ, শাই হোপ, শিমরন হেটমায়ার, কেমার রোচ, কেমো পল, ওশেন থমাস।

(ওএস/এসপি/ডিসেম্বর ১১, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test