E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

আশরাফুলের দিন কাটছে নামাজ-রোজায়

২০১৪ জুলাই ২০ ১৫:৩২:২৭
আশরাফুলের দিন কাটছে নামাজ-রোজায়

স্পোর্টস ডেস্ক, ঢাকা : সবচেয়ে কম বয়সে টেস্ট ক্রিকেটে শতক হাঁকিয়ে। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি সব ধরনের ক্রিকেটেও সফল। জাতীয় দলের হয়ে খেলে গাড়ি-বাড়ি আর সম্মান নিয়ে বেশ সুখেই ছিলেন মোহম্মদ আশরাফুল। এতো কিছু পেয়েও তিনি অর্থের কাছে বিক্রি হয়ে গেলেন!

আশরাফুল নিজেও জানেন না, কখন কীভাবে তুচ্ছ টাকার কাছে তিনি বিক্রি হয়েছেন। কিন্তু সত্য যে ধামাচাপা দেয়া যায় না এটাই চিরসত্য। জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহম্মাদ আশরাফুল বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিংয়ের দায়ে ক্রিকেট থেকে আট বছরের জন্য নিষিদ্ধ।

ফিক্সিংয়ের দায়ে প্রায় একবছর ধরে তিনি ক্রিকেট থেকে বিচ্ছিন্ন। সেই অপবাদ মাথায় নিয়ে এরই মধ্যে হজও করে এসেছেন। গত ১৮ জুন বিসিবি গঠিত ট্রাইব্যুনাল আট বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে তাকে নিষিদ্ধ করেন।

নামাজ-রোজায় দিন কাটছে আশরাফুলের কিন্তু আবারও জাতীয় দলে খেলার স্বপ্ন দেখেন আশরাফুল। ট্রাইব্যুনাল থেকে শাস্তি ঘোষণার ২৫ দিনের মধ্যে আপিল করার সুযোগ দেয়া হয়েছে তাকে। আপিলের শেষ সময় ২২ জুলাইয়ের মধ্যেই আপিল করবেন তিনি। তার আশা, শাস্তি কমানো হবে।

শনিবার এসব নিয়েই তার সঙ্গে কথা হয়। আপিল করার বিষয়ে জানতে চাইলে আশরাফুল বলেন, ‘২২ জুলাই আপিলের শেষ দিন। নির্ধারিত সময়ের মধ্যেই আপিল করবো। আমার আইনজীবী ইংল্যান্ডের ইয়াসিন প্যাটেল সেখান থেকেই আপিল করবেন।’

শাস্তি কমবে বলে আশা করছেন? তিনি বলেন, ‘আমি তো নিজেই ভুল স্বীকার করেছি। আমি ভালো হয়েই ক্রিকেটে ফিরতে চাই।’

এভাবে বিচ্ছিন্ন থেকে কীভাবে সময় কাটছে জানতে চাইলে বলেন, ক্রিকেটের সঙ্গে না থাকায় এখন নাজাম-রোজা আর মসজিদে বসেই সময় কাটছে। ৩০ বছর বয়সী জাতীয় দলের সাবেক এ অধিনায়ক এখনো জীবনসঙ্গী বেছে নেননি। এই ঝামেলার মধ্যে আপাতত এটা নিয়ে ভাবছেন না। তবে ঝামেলা কেটে গেলে দ্রুত সময়ের মধ্যেই তিনি বিয়ে করবেন বলে ইঙ্গিত দিলেন।

কীভাবে সময় কাটাচ্ছেন এমন প্রশ্নে আশরাফুল বলেন, ‘বনশ্রীতে নিজের বাসায় থাকি। এখন তো রোজার মাস, তাই সারাদিন রোজা রেখে আর নামাজ পড়েই সময় কাটাচ্ছি। চেষ্টা করি মসজিদেই বেশি সময় দিতে।’ প্রতিদিন আছরের নামাজ পড়ে ইফতার পর্যন্ত সময়টা সাধারণত মসজিদেই থাকেন আশরাফুল।

(ওএস/পি/জুলাই ২০, ২০১৪)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test