E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ক্রাইস্টচার্চে স্বস্তি নেই লঙ্কানদের

২০১৮ ডিসেম্বর ২৮ ১৪:৫৪:২১
ক্রাইস্টচার্চে স্বস্তি নেই লঙ্কানদের

স্পোর্টস ডেস্ক : ক্রাইস্টচার্চে বক্সিং ডে টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে হারের শঙ্কায় রয়েছে শ্রীলঙ্কা। স্বাগতিকদের রানপাহাড়ের জবাবে ধুঁকছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। ম্যাচ বাঁচাতে তাদের খেলতে হবে পাক্কা দুই দিন কিংবা করতে হবে ৬৩৬ রান।

ম্যাচের তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ২৪ রান। নিউজিল্যান্ডের ছুঁড়ে দেয়া ৬৬০ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে গিয়েছে তারা। নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ৫৮৫ রানে ইনিংস ঘোষণা করেছে কিউইরা। এর সাথে প্রথম ইনিংসের ৭৪ রানের লিড মিলিয়ে লঙ্কানদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৬৬০ রানের।

দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ২৩১ রান করেছিল নিউজিল্যান্ড। লিড ততক্ষণে ৩০৫ রানের। তৃতীয় দিন প্রায় আড়াই সেশন ব্যাটিং করে এ লিডটাকে ৬৫৯ রানে নিয়ে ঠেকিয়েছেন টম লাথাম, হেনরি নিকলসরা।

সিরিজের প্রথম টেস্টে ক্যারিয়ার সর্বোচ্চ ২৬৪ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন লাথাম। সে ধারাবাহিকতা বজায় রেখে এ ম্যাচে খেলেছেন ১৭৬ রানের ইনিংস। ৩৭০ বলে ১৭ চার ও ১ চারের মারে নিজের ইনিংস সাজিয়েছেন লাথাম।

চতুর্থ উইকেটে হেনরি নিকলসের সাথে গড়েছেন ২১৪ রানের জুটি। কম যাননি নিকলসও। তিনি খেলেছেন ক্যারিয়ার সর্বোচ্চ ১৬২ রানের ইনিংস। লাথাম আউট হওয়ার পরে পঞ্চম উইকেটে কলিন ডি গ্র্যান্ডহোমের সঙ্গে মাত্র ৮৭ বলে গড়েছেন ১২৪ রানের জুটি।

গ্র্যান্ডহোম মাত্র ২৮ বলে ফিফটি ছুঁয়ে গড়েছেন নিউজিল্যান্ডের পক্ষে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড। শেষপর্যন্ত ৬ চার ও ২ ছক্কার মারে মাত্র ৪৫ বলে ৭১ রানে অপরাজিত ছিলেন তিনি।

(ওএস/এসপি/ডিসেম্বর ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test