E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেলবোর্নে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ভারত

২০১৮ ডিসেম্বর ৩০ ১১:৫৪:২৮
মেলবোর্নে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ভারত

স্পোর্টস ডেস্ক : মেলবোর্ন টেস্টের চতুর্থ দিনই ভারতের জয়টা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। বাধা হয়ে দাঁড়িয়ে ছিলেন কেবল প্যাট কামিন্স। বল হাতে আগুন ঝরানোর পর ব্যাট হাতেও দলকে বাঁচানোর যথাসাধ্য চেষ্টা করেছেন তিনি। পঞ্চম দিনের সকালে বৃষ্টি শুরু হওয়ায় কিছুটা আশাও দেখছিল অস্ট্রেলিয়া।

কিন্তু শেষ রক্ষা হলো না। বৃষ্টি থামার পর ১৩৭ রানের বড় জয়ে চার ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে বিরাট কোহলির ভারত। সিরিজের চর্তুথ ও শেষ টেস্ট সিডনিতে ৩ জানুয়ারি থেকে শুরু হবে।

বৃষ্টির কারণে পঞ্চম দিনে প্রথম সেশনে খেলাই হয়নি। বৃষ্টি থামলে ৮ উইকেটে ২৫৮ রান নিয়ে ব্যাটিংয়ে নামে অজিরা। সুযোগ পেয়ে ভারত বেশি সময় নেয়নি। স্বাগতিকদের ইনিংস তারা ২৬১ রানেই গুটিয়ে দিয়েছে ২৭ বলের মধ্যে।

চতুর্থ দিনেই জয় তুলে নিতে পারতো ভারত। ২১৫ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে বসেছিল অস্ট্রেলিয়া। দিনের খেলা তখনও ১৫ ওভারের মতো বাকি। কিন্তু লড়াইয়ে ক্ষান্তি দেননি কামিন্স। একটা প্রান্ত ধরে লড়ে যাচ্ছিলেন তিনি।

চতুর্থ দিন শেষে ৬১ রানে অপরাজিত ছিলেন কামিন্স। আরেক প্রান্তে ৬ রান নিয়ে ব্যাট করছিলেন নাথান লিয়ন। পঞ্চম দিনে কামিন্সকেই প্রথমে তুলে নেয় ভারত। ৬৩ রানে জাসপ্রিত বুমরাহর শিকার হন তিনি। পরের ওভারে ইশান্ত শর্মা লিয়নের উইকেটটিও নিয়ে নিলে জয়ের আনন্দে মাতে সফরকারি দল।

প্রসঙ্গত, প্রথম ইনিংসে ৭ উইকেটে ৪৪৩ রান করে ইনিংস ঘোষণা করেছিল ভারত। জবাবে ১৫১ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ভারতকে অবশ্য চেপে ধরেছিল তারা। এবার ৮ উইকেটে ১০৬ রান তুলে ইনিংস ঘোষণা করে কোহলির দল। অজিদের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছিল ৩৯৯ রানের।

(ওএস/এসপি/ডিসেম্বর ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test