E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এই দিনে প্রথম টেস্ট জয় পেয়েছিল বাংলাদেশ

২০১৯ জানুয়ারি ১০ ১৫:০৯:২৪
এই দিনে প্রথম টেস্ট জয় পেয়েছিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ১০ জানুয়ারি, ২০০৫ সাল। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা এক দিন। এদিনই প্রথমবারের মতো টেস্ট জয়ের উৎসবে মেতেছিল টাইগাররা। সাদা পোশাকে পেয়েছিল নিজেদের ইতিহাসের প্রথম জয়ের স্বাদ।

২০০০ সালে টেস্ট মর্যাদা লাভ। নিজেদের ইতিহাসের প্রথম টেস্টেই ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিল বাংলাদেশ। ভারতের মতো শক্তিশালি প্রতিপক্ষের বিপক্ষে নবীন বাংলাদেশ প্রথম ইনিংসে তুলেছিল ৪০০ রান। দারুণ বোলিংয়ে ভারতকেও বেঁধে ফেলেছিল ৪১৯ রানে।

কিন্তু দ্বিতীয় ইনিংসে মাত্র ৯১ রানেই গুটিয়ে যায় নাইমুর রহমান দুর্জয়ের দল। অবিশ্বাস্য কিছু পাওয়ার স্বপ্ন ভেঙে যায় তাতেই। চতুর্থ ইনিংসে ৬৩ রানের মামুলি লক্ষ্য ১ উইকেট হারিয়েই ছুঁয়ে ফেলে সৌরভ গাঙ্গুলির পরাক্রমশালী ভারত।

শুরুটাই এমন ছিল। বাংলাদেশের প্রতি তাই বড় প্রত্যাশার জায়গাও তৈরি হয়ে গিয়েছিল সমর্থকদের। সেই প্রত্যাশাকে প্রাপ্তিতে রূপ দিতে পারেনি টাইগাররা। পরের কয়েকটা বছর বড় বড় হারই সঙ্গী হয়েছে।

টানা ১৬ সিরিজে হার। হারতে হারতে কোনঠাসা হয়ে পড়া টাইগাররা শেষ পর্যন্ত আলোর দেখা পায় ২০০৫ সালের জানুয়ারিতে। টেস্ট আঙিনায় পদার্পনটা যেমন সরবে ছিল, নিজেদের ইতিহাসের প্রথম জয়টাও তেমনই দাপুটে ছিল বাংলাদেশের।

চট্টগ্রামে ৬ জানুয়ারি শুরু হয়েছিল ঐতিহাসিক সেই টেস্টটি। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসেই ৪৮৮ রানের পাহাড়সমান সংগ্রহ গড়ে তুলে বাংলাদেশ। অথচ এত বড় সংগ্রহ পেলেও সেঞ্চুরি ছিল না কোনো ব্যাটসম্যানের। দলের সবাই কম বেশি অবদান রাখেন। সর্বোচ্চ ৯৪ রান করেন অধিনায়ক হাবিবুল বাশার। ৮৯ আসে রাজিন সালেহর ব্যাট থেকে।

জবাব দিতে নেমে মোহাম্মদ রফিকের ঘূর্ণি আর মাশরাফি বিন মর্তুজার গতিঝড়ে দিশেহারা হয়ে পড়ে জিম্বাবুয়ে। ৮৬ রানের মধ্যে ৫ উইকেট হারানোর পর তাতেন্দা তাইবুর ৯২ আর এলটন চিগুম্বুরার ৭১ রানে কোনোমতে ৩১২ রান পর্যন্ত যেতে পেরেছিল সফরকারিরা। রফিক ৫টি আর মাশরাফি নেন ৩টি উইকেট।

বড় ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নামা বাংলাদেশকে আবারও পথ দেখান অধিনায়ক হাবিবুল বাশার। তার ৫৫ রানের ইনিংসে ভর করে ৯ উইকেটে ২০৪ রান তুলে ইনিংস ঘোষণা করে টাইগাররা।

জিম্বাবুয়ের সামনে লক্ষ্য দাঁড়িয়েছিল ৩৮১ রানের। এবার ঘূর্ণি জাদু দেখান এনামুল হক জুনিয়র। একাই ৬ উইকেট নিয়ে সফরকারিদের ১৫৪ রানে গুটিয়ে দেন বাঁহাতি এই স্পিনার। ২টি করে উইকেট নেন তাপস বৈশ্য আর মাশরাফি বিন মর্তুজা।

ওই সিরিজেই নিজেদের ইতিহাসের প্রথম সিরিজ জয়েরও দেখা পায় বাংলাদেশ। দ্বিতীয় টেস্টটি ড্র করে ১-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় হাবিবুল বাশারের দল।

(ওএস/এসপি/জানুয়ারি ১০, ২০১৯)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test