E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাশিয়া বিশ্বকাপ জিততে চান নেইমার

২০১৪ জুলাই ২২ ১০:৩০:২০
রাশিয়া বিশ্বকাপ জিততে চান নেইমার

স্পোর্টস ডেস্ক : ঘরের মাটিতে আবারও বিশ্বকাপ ফুটবলের শিরোপা জিততে ব্যর্থ হয়েছে ব্রাজিল। এ নিয়ে তারা দ্বিতীয়বারের মতো ঘরের মাটিতে শিরোপা জিততে পারেনি। এর আগে ১৯৫০ সালে  উরুগুয়ের কাছে অলিখিত ফাইনালে হার মেনে তাদের স্বপ্নের মৃত্যু ঘটেছিল। অথচ এই ব্রাজিরলরই একক দেশ হিসেবে সবচেয়ে বেশি পাঁচবার শিরোপা জয়ের কৃতিত্ব আছে। ১৯৫০ সালে যেমন তারা শিরোপার জোর দাবিদার ছিল, তেমনি এবারও। তবে ১৯৫০ সালের সঙ্গে এবারের পাথর্ক্য হলো দলটি ছিল নেইমারনির্ভর।

ব্রাজিল যে কী পরিমাণ নেইমারনির্ভর ছিল তা বোঝা যায় নেইমারের অনুপস্থিতিতে খেলতে নেমে গো-হারা হেরে বিদায় নেয়ার মাধ্যমে। কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ইনজুরিতে পড়ার পর নেইমারের বিশ্বকাপ শেষ হয়ে যায়। কিন্তু নেইমারের সঙ্গে সঙ্গে যে ব্রাজিলেরও বিশ্বকাপ শেষ হয়ে যাবে তা সাম্বার দেশের মানুষসহ বিশ্বের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অগনিত ভক্ত-সমর্থকরা ভুলেও ভাবেননি। নেইমারকে ছাড়া ব্রাজিল প্রথম খেলতে নেমেছিল জামার্নির বিপক্ষে। সে ম্যাচে তারা নিজেদের ফুটবলের ইতিহাসে কলঙ্কজনক ঘটনার জন্ম দিয়ে ৭-১ গোলে হার মেনেছিল। এরপর তৃতীয় স্থান নির্ধারণি ম্যাচেও তারা নেদারল্যান্ডসের কাছে ৩-০ গোলে হেরে আরেক দফা বিধ্বস্ত হয়েছিল। কিন্তু এখানে নেইমারের করার কিছুই ছিল না। তিনি শুধু চেয়ে চেয়ে দেখেছেন আর হাপিত্যেশ করেছেন। ঘরের মাটিতে স্বপ্নের অকাল মৃত্যর পর নেইমার দেশবাসীকে শুনিয়েছে আশার বাণী। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে তিনি দেশকে শিরোপা এনে দেয়ার কথা বলেছেন। রবিবার স্থানীয় গ্লোবো টেলিভিশন প্রচারিত এক একান্ত সাক্ষাত্কারে নেইমার এ অভিপ্রায় ব্যক্ত করেন।

নিজের অনুপস্থিতিতে ঘরের মাটিতে চ্যাম্পিয়ন হতে না পারার কারণ হিসেবে নেইমার মনে করেন তার দল যথেষ্ট চেষ্টা করেছে। কিন্তু অন্য দলগুলো ব্রাজিলকে ছাড়িয়ে সামনে এগিয়ে গেছে। তাদের সঙ্গে সত্যিকার অর্থেই সেলেকাওরা পেরে ওঠেনি। এই না পারার জন্য তিনি বিদায়ী কোচ লুইস ফিলিপে স্কলারির ওপর কোনো দায় চাপাতে রাজি নন। তিনি স্কলারিকে ব্রাজিলের অন্যতম সেরা কোচ হিসেবে উল্লেখ করে বলেন, আমাদের ভালো একজন দলনেতা ছিলেন, যিনি ব্রাজিলের অন্যতম সেরা কোচ। তিনি আরও বলেন তার হাতে দায়িত্ব থাকলে তিনিও এই একই ২৩ সদস্যের দলই নির্বাচন করতেন। তবে ব্রাজিলকে অবশ্যই বুঝতে হবে যে কোনো কারণেই হোক এই মানের ফুটবল দিয়ে সামনে যাওয়া যাবে না। তিনি বলেন, ‘জার্মানি ও স্পেনের ফুটবলের চেয়ে ব্রাজিলের ফুটবল এখনও অনেক পিছিয়ে আছে। আমাদের অবশ্যই এই বিষয়টি উপলব্ধি করতে হবে। কিন্তু স্বাগতিক হয়েও কেন বিশ্বকাপে এমন হতাশাজনক বিদায়, এর উত্তরে নেইমার বলেছেন এখানে কিছু বিষয় আছে যা আসলে ব্যাখ্যা করার কিছু নেই। তিনি বলেন, ‘শিরোপা জিততে না পারার কারণে আমরা অনেক কেঁদেছি। বিশ্বকাপে শিরোপা জয় করাটা আমাদের ছোটবেলার স্বপ্ন ছিল। সেই লক্ষ্যে আমরা কঠিন লড়াইও করেছি। কিন্তু শেষ পর্যন্ত পারিনি।’ শিরোপা জিততে না পারলেও বিশ্বকাপ আয়োজনের দিক দিয়ে ব্রাজিল দশের মধ্যে অন্তত সাত পাওয়ার যোগ্যতা রাখে বলে তিনি জানান।

কলম্বিয়ার বিপক্ষে মেরুদণ্ডে আঘাত পেয়ে মাঠের বাইরে চলে গিয়ে দর্শক হিসেবেই জার্মানদের কাছে ৭-১ গোলে বিশাল ব্যবধানের পরাজয় হজম করতে হয়েছে বার্সেলোনার এই তারকাকে। মাঠের বাইরে গিয়ে তিনি অবশ্য দলের এই পরাজয়ে নির্দিষ্ট কোনো কারণ খুঁজে বের করেননি। এ সম্পর্কে তিনি বলেছেন, এখানে আমি সেলেকাওদের সুনির্দিষ্ট কোনো ভুল দেখছি না। পুরো দলের কৌশল সম্পর্কে এককভাবে বলার আমি কেউ নই। অনুশীলন নিয়েও কোনো বিরূপ মন্তব্য নেইমার করেননি। তিনি বলেন, আমরা সব সময়ই অনুশীলনের মধ্যেই ছিলাম। আমরা আমাদের সবকিছু দিয়েছি।

(ওএস/এইচআর/জুলাই ২২, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test