E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিটির শিরোপা-স্বপ্নে বড় ধাক্কা

২০১৯ জানুয়ারি ৩০ ১২:৩০:২৫
সিটির শিরোপা-স্বপ্নে বড় ধাক্কা

স্পোর্টস ডেস্ক :  ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে বড় ধাক্কা খেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। নিউক্যাসল ইউনাইটেডের মাঠে শুরুতে এগিয়ে গিয়েও ২-১ গোলে হেরেছে পেপ গার্দিওলার দল।

এই ম্যাচ জিতে শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে পয়েন্টের ব্যবধান ১-এ নামিয়ে আনার সুযোগ ছিল সিটির। তা আর হলো কই! উল্টো আজ রাতে লেস্টার সিটির সঙ্গে ঘরের মাঠে জিতে গেলে সমান ম্যাচে লিভারপুলের লিড দাঁড়াবে ৭-এ। এখন ২৩ ম্যাচে লিভারপুলের ৬০ পয়েন্ট, ২৪ ম্যাচে সিটির ৫৬।

মঙ্গলবার রাতের ম্যাচটি ছিল সিটির কোচ হিসেবে প্রিমিয়ার লিগে গার্দিওলার শততম ম্যাচ। ম্যাচের শুরুটাও সিটির জন্য এর চেয়ে ভালো আর হতে পারত না, মাত্র ২৪ সেকেন্ডের মাথায় গোল করে দলকে লিড এনে দেন সার্জিও আগুয়েরো।

প্রিমিয়ার লিগে নিউক্যাসলের বিপক্ষে আর্জেন্টাইন স্ট্রাইকারের গোলসংখ্যা বেড়ে হলো ১৫টি। চলতি মৌসুমে লিগে এটিই (২৪ সেকেন্ড) সবচেয়ে দ্রততম গোল। আর ২০১৩ সালের নভেম্বরের পর লিগে সিটির দ্রুততম গোল। পাঁচ বছর আগে টটেনহামের বিপক্ষে ১৩ সেকেন্ডে গোল করেছিলেন জেসুস নাভাস।

পরে কেভিন ডি ব্রুইনের ফ্রি-কিক থেকে আগুয়েরো আরেকবার বল জালে জড়িয়েছিলেন। কিন্তু গোলটা বাতিল করে দেন রেফারি। কারণ রেফারি সংকেত দেওয়ার আগেই ফ্রি-কিক নিয়েছিলেন ডি ব্রুইন। যে কারণে বেলজিয়ান মিডফিল্ডারকে হলুদ কার্ডও দেখতে হয়।

বিরতির পর পাল্টে যায় ম্যাচের চিত্র। ৬৬ মিনিটে নিউক্যাসলকে সমতায় ফেরান সলোমন রনডন। আর ৭৮ মিনিটে সিটির ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফার্নানদিনহো নিউক্যাসলের শেন লংস্টাফকে ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা। পেনাল্টি থেকে স্বাগতিকদের জয়সূচক গোলটি করেন ম্যাট রিচি। শেষ ত্রিশ মিনিটে অন টার্গেটে একটি শটও নিতে পারেননি সিটির খেলোয়াড়রা।

(ওএস/অ/জানুয়ারি ৩০, ২০১৯)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test